Toyota Glanza 2022: নয়া বালেনো (Maruti Baleno) বাজারে আসার পরই এবার নতুন গ্লাঞ্জা নিয়ে এল টয়োটা (New Toyota Glanza)। প্রতিযোগিতার দৌড়ে কড়া টক্কর দিতে পারে টয়োটার এই প্রিমিয়াম হ্যাচব্যাক। ডিজাইনের দিক দিয়ে বালেনোকে জোর ধাক্কা দিতে পারে এই গাড়ি।


New Toyota Glanza: কেমন দেখতে গাড়ি ?
টয়োটার এই হ্যাচব্যাকের দাম Baleno-র থেকে সামান্য বেশি। মাত্র চার হাজার টাকা বেশি দামে লঞ্চ করা হয়েছে টয়োটার এই গাড়ি। টয়োটার ফ্ল্যাগশিপ সেডান ক্যামরির মতো নতুন বাম্পার ও একটি ভিন্ন DRL দেওয়া হয়েছে হ্যাচব্যাকে। রয়েছে নতুন গ্রিলও। অটো ব্লগারদের মতে, বালেনোর থেকেও একেবারে আলাদা দেখাচ্ছে এই গাড়ি। এক কথায় বলতে গেলে, মারুতির গাড়ির থেকে বেশি প্রিমিয়াম দেখাচ্ছে Glanza-কে।গাড়িতে দেওয়া হয়েছে আগ্রাসী ডিজাইন।


Toyota Glanza 2022: ভিতরে নতুন কী ?
বদলে দেওয়া হয়েছে গাড়ির অন্দরসজ্জা। গাড়িতে দেওয়া হয়েছে নতুন ড্যাশবোর্ড। যা আগের গ্লাঞ্জার থেকে অনেকটাই এগিয়ে থাকবে ডিজাইনে। নতুন এই হ্যাচব্যাকে আরও বেশি বৈশিষ্ট্য দিচ্ছে টয়োটা। যার মধ্যে একটি বড় টাচস্ক্রিন সহ কেবিনে দুই ধরনের রং দেখতে পাবেন ক্রেতা। যা এই গাড়িকে Baleno থেকে আলাদা করেছে।Glanza এখন E, S, G ও V মডেল লাইনের সাথে আরও ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। আগের Glanza অনেক কম ভ্যারিয়েন্ট দেখা যেত। 


New Toyota Glanza: আরও কী বৈশিষ্ট্য গাড়িতে ? 
বৈশিষ্ট্যের দিকে তাকালে, আপনি গ্লাঞ্জাতে এবার 6 টি এয়ারব্যাগ, ক্লাইমেট কন্ট্রোল, 9 ইঞ্চি টাচ স্ক্রিন, 360 ডিগ্রি ক্যামেরা, পিছনের এসি ভেন্ট ছাড়াও আরও অনেক কিছু পাবেন। ইঞ্জিনে অতিরিক্ত মাইলেজের জন্য স্টার্ট/স্টপ ফাংশন সহ 90bhp 1.2l ডুয়ালজেট ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনের সাথে ম্যানুয়াল গিয়ারবক্স সহ Glanza-তে এখন একটি AMT অপশনও থাকছে।


New Toyota Glanza: কত দাম নতুন গ্লাঞ্জার ?
নতুন Glanza-র বেস ভ্যারিয়েন্টে বালেনো থেকে মাত্র 4,000 টাকা বেশি দামি। টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম বালেনো থেকে 20 হাজার টাকা বেশি। গ্লাঞ্জার বেস মডেলের দাম 6.39 লক্ষ টাকা থেকে শুরু। সেখানে সেরা মডেল AMT-র দাম 9.69 লক্ষ টাকা। AMT সংস্করণ শুধুমাত্র S ভ্যারিয়েন্টের সাথেই পাওয়া যাচ্ছে।Glanza এখন প্রিমিয়াম হ্যাচব্যাক বিভাগে লঞ্চ হওয়া সর্বশেষ নতুন গাড়ি। যার সঙ্গে প্রতিযোগিতা হবে Hyundai i20, Tata Altroz ছাড়াও Maruti Baleno-র।


আরও পড়ুন : Vehicle RC Renewal Fees: পুরোনা গাড়ি থাকলে ফাঁকা হবে পকেট ! ১ এপ্রিল থেকে লাগু এই নিয়ম