New Royal Enfield Bullet 350: স্ক্র্যামের পর শীঘ্রই বাজারে আসতে চলেছে পরবর্তী প্রজন্মের Royal Enfield Bullet 350। ইতিমধ্যেই বাইকটি টেস্ট রাইডের সময় দেশের রাস্তায় দেখা গেছে। এমন পরিস্থিতিতে শীঘ্রই এটি লঞ্চ হতে পারে বলে মনে করছে অটো ব্লগাররা। 


New Royal Enfield Bullet 350: সম্ভাব্য কী ফিচার নতুন বুলেটে ?
শোনা যাচ্ছে, নতুন প্রজন্মের এই বুলেটে Classic 350 ও Meteor 350-র মতো ফিচার ও স্পেকস দেওয়া হবে। জেনে নিন, এই নেক্সট জেনারেশন বাইকের সম্ভাব্য 5 টি ফিচার।


New Royal Enfield Bullet 350: ডিজাইন কেমন হবে ?


পরবর্তী প্রজন্মের বুলেট 350 একটি রেট্রো ডিজাইন পেতে পারে। বর্তমান মডেলের সঙ্গে কিছুটা মিল থাকবে নতুন প্রজন্মের বুলেটের। সবচেয়ে বড় পরিবর্তনটি টেল লাইটে দেখা যাবে। শোনা যাচ্ছে, এবার পিছনের লাইটে একটি হোল্ডার থাকবে। পাশাপাশি নতুন ফেন্ডারও থাকবে বাইকে। বাইকে দেখা যাবে নতুন হ্যান্ডেলবার ইউনিট। এছাড়াও ডুয়েল সিটের পরিবর্তে পাবেন সিঙ্গল সিট।


New Royal Enfield Bullet 350: বৈশিষ্ট্য ও সরঞ্জাম


এই বাইকের সামনের দিকে ডিস্ক ব্রেক ও পিছনের চাকায় ড্রাম ব্রেক থাকবে। এছাড়াও বাইকে থাকবে একটি সিঙ্গল ABS চ্যানেল। গিয়ার স্যুইচ করার অপশন পাওয়া যাবে বর্তমান মডেলের মতোই। আপনি নতুন বুলেট 350-তে কম অ্যাকসেসরিজ দেখতে পারবেন। যা বাইক কোম্পানিকে দাম কম রাখতে সাহায্য করবে।


New Royal Enfield Bullet 350: শক্তি বা পাওয়ার কী থাকবে বাইকে ?


রয়্যাল এনফিল্ড বুলেট 350 পরবর্তী প্রজন্মের বাইকে একটি 349 সিসি, এয়ার/অয়েল কুলড, সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন থাকবে। যা ক্লাসিক 350-এর মতোই হবে। এটি 5 স্পিড গিয়ারবক্স সহ আসতে পারে।


New Royal Enfield Bullet 350: নতুন মডেল কেমন হবে ?
নতুন যে মডেলটি লঞ্চ হতে চলেছে, তাতে রাইডিং ও হ্যান্ডলিং উন্নত করা হয়েছে। এতে একটি ডাউনটিউব ফ্রেম ব্যবহার করা হয়েছে, যা ডুয়েল ক্রেডেল ফ্রেমে যুক্ত থাকবে। এই ফ্রেম যথেষ্ট শক্তিশালী করবে বাইককে। নতুন বাইকে কোম্পানি সাসপেনশন আরও ভাল দিতে পারে।


New Royal Enfield Bullet 350: কখন লঞ্চ করা হবে এই বাইক ?


এই বছর ভারতীয় বাজারে নেক্সট জেনারেশন রয়্যাল এনফিল্ড 350 লঞ্চের সম্ভাবনা রয়েছে। এটি বছরের শেষ নাগাদ লঞ্চ হতে পারে। বর্তমান মডেলের তুলনায় এর দাম কিছুটা বেশি হবে। 1.45 লক্ষ টাকা থেকে 1.60 লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে নতুন বুলেটের দাম।