Nifty 50 Index: বেশ কিছু বদল আসতে চলেছে নিফটি ৫০-এর সূচকে। আগামী মাস থেকেই কার্যকর হবে এই বদল। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটির (Nifty Rejig) অন্তর্গত বেশ কিছু শেয়ারে অদল-বদল হবে। আর এই বদলের কারণে একদিকে যেমন বহু শেয়ারে (Nifty 50 Index) লাভ হবে, তেমনি অন্যদিকে বেশ কিছু শেয়ার পতনের মুখও দেখতে পারে। কিছু শেয়ার এই সূচকে নতুনভাবে জায়গা করে নেবে, আর কিছু শেয়ার বাদ পড়বে।


নিফটি সূচক থেকে বাদ পড়বে এই শেয়ারগুলি


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি ৫০-তে আগামী মাস থেকেই বেশ কিছু বদল দেখা যাবে। এই সূচকে নতুনভাবে জায়গা করে নেবে টাটা গ্রুপের স্টক ট্রেন্ট এবং ভারত ইলেকট্রনিক্স। একইসঙ্গে এলটিআই মাইন্ডট্রি এবং ডিভিস ল্যাবরেটরিজের শেয়ার এই সূচক থেকে বাদ পড়বে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচকের ইনডেক্স মেনটেন্যান্স সাব-কমিটি (ইকুইটি) শুক্রবার এই সিদ্ধান্ত নিয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকেই এই বদল কার্যকর হবে বলে জানা গিয়েছে।


নিফটি নেক্সট ৫০ সূচকে ঢুকবে এই শেয়ারগুলি


ভারত হেভি ইলেকট্রনিক্স, ডিভিস ল্যাবরেটরিজ, জেএসডব্লিউ এনার্জি, এলটিআই মাইন্ডট্রি, ম্যাক্রোটেক ডেভেলপারস, এনএইচপিসি, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামীতে নিফটি নেক্সট ৫০ সূচকে জায়গা করে নেবে। তবে একইদিকে বার্জার পেইন্টস ইন্ডিয়া, ভারত ইলেকট্রনিক্স, কোলগেট পালমোলিভ, ম্যারিকো, এসবিআই কার্ডস অ্যান্ড পেমেন্টস, এসআরএফ, ট্রেন্ট এই শেয়ারগুলি আর থাকবে না এই সূচকে।


নিফটি ব্যাঙ্ক ও নিফটি ৫০০-তে কী বদল


একইভাবে ব্যাঙ্ক নিফটি সূচকেও বেশ কিছু বদল আসতে চলেছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসেবে কানারা ব্যাঙ্কের শেয়ার এই ব্যাঙ্ক নিফটি সূচকে আসতে চলেছে। অন্যদিকে বন্ধন ব্যাঙ্কের শেয়ার সম্ভবত সূচক থেকে বাইরে বেরিয়ে যাবে। নিফটি ৫০০ সূচক থেকে ভোডাফোন আইডিয়া সহ ২৬টি স্টক বাইরে বেরিয়ে যাবে বলে জানা গিয়েছে। এর মধ্যে রয়েছে বৈভব গ্লোবাল, অ্যাথার ইন্ডাস্ট্রিজ, অল কার্গো লজিস্টিকস, অনুপম রসায়ন, বোরোসিল রিনিউয়েবলস, সিএসবি ব্যাঙ্ক, ডিসিএম শ্রীরাম, জে কে পেপার ইত্যাদি।


বছরে দু'বার এই বদল হয় সূচকে


ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বহু সূচকে বছরে দু'বার করেই এই বদল করা হয়। এই বদল ২০২৪ সালের দ্বিতীয়ার্ধের বদল। গড় ফ্রি ফ্লোট বাজার মূলধনের উপর ভিত্তি করেই নিফটি সূচকে এই শেয়ারের অদল-বদল হয়। কোনও শেয়ার যুক্ত হয় নতুনভাবে, কোনও শেয়ার বেরিয়ে যায়।



আরও পড়ুন: Petrol Diesel Price : ১০০ এর নিচে পেট্রোল আজ এই শহরগুলিতে ! সপ্তাহান্তে কলকাতায় কী দর জ্বালানির ?