HN Reliance Foundation Hospital: দেশের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি এবার বড় পদক্ষেপ করতে চলেছেন ভারতবাসীদের উন্নতিকল্পে। রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে এই সংস্থার ১০ বছর পূর্তি উপলক্ষ্যে নীতা আম্বানি (Nita Ambani) একটি বড় মানবহিতকর উদ্যোগ নিতে চলেছেন। একটি প্রকল্প শুরু হতে চলেছে তাঁর হাত ধরে যেখানে বিনামূল্যে রোগ পরীক্ষা এবং চিকিৎসার সুবিধে পাবেন শিশু, কিশোর ও মহিলারা। স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন (HN Reliance Foundation Hospital) হাসপাতালের ১০ বছর পূর্তি উপলক্ষ্যে নীতা আম্বানি প্রতিশ্রুতি দেন এক লক্ষেরও বেশি মহিলার জন্য বিনামূল্যে রোগ পরীক্ষা এবং চিকিৎসার পরিষেবা দেওয়া হবে।


এই নতুন স্বাস্থ্য পরিষেবা যোজনার অধীনে সমাজের প্রান্তিক গোষ্ঠীর শিশুদের, বঞ্চিত শিশুদের জন্য বিশেষ বিশেষ কিছু ওষুধ সরবরাহের ব্যবস্থাও করা হবে। এর মধ্যেই ১ লক্ষেরও বেশি মহিলাকে দেওয়া হবে বিনামূল্যের চিকিৎসা পরিষেবা। এছাড়া আরও কী কী সুবিধে পাবেন দেখে নিন –


এই নতুন স্বাস্থ্য পরিষেবা যোজনার অধীনে জন্মগত হৃদরোগে আক্রান্ত এমন ৫০ হাজার শিশুর পরীক্ষা ও সম্পূর্ণ চিকিৎসা করা হবে বিনামূল্যে।


৫০ হাজার মহিলা যারা স্তন ক্যানসার ও জরায়ু ক্যানসারের শিকার, তাদের চিকিৎসা ও রোগ নির্ণয় করা হবে।


১০ হাজার কিশোরীকে বিনামূল্যে জরায়ু ক্যানসার প্রতিরোধী টিকা দেওয়া হবে এই যোজনার অধীনেই।


স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের দশম বর্ষপূর্তিতে এসে নীতা আম্বানি বলেন, 'রিলায়েন্স ফাউন্ডেশনের সঙ্গে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবার সুবিধে নিয়ে দশ দশটা বছর পেরিয়ে গেল। ভারতের জন্য একটি উজ্জ্বল স্বাস্থ্যকর ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই দশক উদযাপন করা হয়েছে। দীর্ঘ ১০ বছর ধরে এই রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালটিকে বিশ্বমানের করার লক্ষ্যে এগিয়ে চলেছি আমরা। একসঙ্গে আমরা লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নত করেছি। অসংখ্য পরিবারকে আশা জোগাতে পেরেছি।'


বিগত ১০ বছরে এই হাসপাতালে চিকিৎসার মাধ্যমে নতুন জীবন পেয়েছেন ২.৭৫ মিলিয়ন মানুষ যার মধ্যে ১.৭৫ লক্ষ শিশুও রয়েছে। এই হাসপাতালে ৫০০-রও বেশি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে, ২৪ ঘণ্টায় ৬টি অঙ্গ প্রতিস্থাপন করে বহু মানুষের জীবন বাঁচানোর রেকর্ডও গড়েছে এই হাসপাতাল। আর এর মাধ্যমেই এই হাসপাতাল ভারতের শীর্ষস্থানীয় মাল্টিস্পেশালিটি হাসপাতালে পরিণত হয়েছে।  


আরও পড়ুন: Digital Arrest Fraud: দেশে নতুন ফাঁদ 'ডিজিটাল অ্যারেস্ট ফ্রড', সুরক্ষিত থাকতে তিন 'কবচ' মোদির