Reliance Foundation : আধুনিক বিশ্বে ভারতের শক্তিশালী ভূমিকা নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে (Harvard University) বার্ষিক ইন্ডিয়া কনফারেন্সে ভাষণ দেবেন রিলায়েন্স ফাউন্ডেশনের (Reliance Foundation) চেয়ারপার্সন নীতা অম্বানি (Nita Ambani)। ভারতের শিল্প (Business), নীতি ও সংস্কৃতির (Indian Culture) উপর বক্তব্য রাখবেন তিনি। পাশাপাশি হার্ভার্ড বিজনেস স্কুলের প্রখ্যাত শিক্ষাবিদ ও প্রাক্তন ডিন নীতিন নোহরিয়ার সঙ্গে আলোচনায় অংশ নেবেন নীতা অম্বানি।
কবে হবে এই অনুষ্ঠান
আগামী দিনে ভারত আধুনিক বিশ্বে কীভাবে শক্তিশালী ভূমিকা পালন করতে পারে, তা নিয়ে নীতা অম্বানির সঙ্গে হবে আলোচনা। ভারতের সংস্কৃতির বিভিন্ন দিক উঠে আসবে এই আলোচনাচক্রে। ১৫-১৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এই প্রোগ্রাম। এতে হাজারেরও বেশি প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
এই বছর আলোচনার থিম কী
এই বছরের সম্মেলনের থিম হল 'From India to the World' । যেখানে আলোচ্য বিষয়বস্তু হবে, বিশ্বের আঙিনায় ভারতের অবদান নিয়ে। কীভাবে ভারতীয় উদ্ভাবনী শক্তি, ভাবনা বিশ্বব্যাপী শান্তি সমৃদ্ধির জন্য পথ তৈরি করছে, তা খুঁজে বের করার লক্ষ্যেই হবে এই আড্ডা।
ভারতের অন্য় রূপ তুলে ধরেছেন নীতা অম্বানি
বর্তমান বিশ্বে ভারতের 'সফট পাওয়ার' তুলে ধরার অন্যতম প্রভাবশালী কণ্ঠ হিসেবে উঠে এসেছে নীতা অম্বানির নাম।যিনি ভারতের শিল্প, কারুশিল্প, সংস্কৃতি, ক্রীড়া, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ অবদানের কথা বিশ্বের আঙিনায় তুলে ধরেছেন। একই সঙ্গে বিশ্বের সেরা পরিষেবাকে ভারতের কাছে নিয়ে এসেছেন।
কী ভাবধারায় বিশ্বাসী ভারত
এখানেই থেমে থাকেনি রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সনের ভূমিকা। পাশাপাশি তিনি অন্য এক ভারতকে বিশ্বের কাছে উপস্থাপন করেছেন। যেখানে ভারত মানে কেবল আধুনিকতা ও উন্নয়ন নয়, বরং 'বসুধৈব কুটুম্বকম'-এর মতো চিন্তাধারা। যাতে রয়েছে ভারতীয় ভাবধারার গভীর মূল্যবোধ ঐতিহ্যের মেলবন্ধন। যার আসল অর্থ- 'বিশ্ব একটি বড় পরিবার'।
হাভার্ডের এই ভারত সম্মেলনে কী আলোচনা হবে
হাভার্ডের এই ভারত সম্মেলন বিশ্বকে প্রভাবিত করে এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোকপাত করবে। যেখানে ভারতের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করার জন্য দূরদর্শী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ করা হয়েছে। যেখানে প্রযুক্তি, জলবায়ু , অর্থনৈতিক বৃদ্ধি, গণতন্ত্র, কূটনীতি, সাংস্কৃতিক বিনিময় ও আরও অনেক কিছু নিয়ে হবে আড্ডা। এই কথোপকথনের মাধ্যমে সম্মেলনের লক্ষ্য, ভারতের যাত্রার অনন্য শিক্ষাগুলিকে ভৌগলিক সীমানার বাইরে ছড়িয়ে দেওয়া।
কারা পরিচালনা করে এই মঞ্চ
ভারতীয় ব্যবসা, নীতি ও সংস্কৃতির উপর ভিত্তি করে গড়ে ওঠা এই বার্ষিক সম্মেলন হল ছাত্র-চালিত একটি মঞ্চ, যা ভারতের সমৃদ্ধ বৈচিত্র্য তুলে ধরে। পাশাপাশি দেশের প্রধান বৈশ্বিক শক্তি হিসাবে দেশের উত্থানকে আলোকিত করে। ২২ বছরেরও বেশি সময় ধরে হার্ভার্ডের শিক্ষার্থীরা ব্যবসা, অর্থনীতি, শিক্ষা ও সংস্কৃতির মতো ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে এই অনুষ্ঠান করে।
আরও পড়ুন : WB State Budget : দেশের তুলনায় বেকারত্বে কোথায় দাঁড়িয়ে বাংলা ? পরিসংখ্যান দিয়ে এই দাবি অর্থমন্ত্রীর