পার্থপ্রতিম ঘোষ, হিন্দোল  দে, বজবজ : বজবজে ( Budge Budge  )বেআইনিভাবে মজুত রাখা বাজিতে বিস্ফোরণের পর চলছে প্রবল ধরপাকড় । ফের বাড়ির মধ্যে বাজি, আর সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফের ঝরল প্রাণ! শুধু আগুনই নয়, বিস্ফোরণের আওয়াজও শোনা গেছে বলে, স্থানীয় সূত্রে দাবি। প্রতিবাদে রাস্তায় নামলেন স্থানীয় বাজি ব্যবসায়ীরা।  তুঙ্গে রাজনৈতিক কাদা ছোড়াছুড়িও। 


সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা


সোমবার বজবজে ঘটনাস্থলে বিভিন্ন জায়গায় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ঢুকতে বাধা দেওয়া হয়। গাড়ি আটকানোর পাশাপাশি, ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন স্থানীয়রা। এলাকায় এদিন পুলিশের দেখা মেলেনি।আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বারুদের স্তূপে বাংলা। একযোগে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। 


উদ্ধার ২০ হাজার কেজি নিষিদ্ধ বাজি


ব্যবসায়ীদের দাবি, দীর্ঘদিন ধরে তাঁরা বাজির ব্যবসা করছেন। এটাই তাঁদের রুজি-রুটি। এভাবে ধরপাকড় চললে তাঁরা পথে বসবেন বলে দাবি করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। অন্যদিকে, গতকালের ঘটনার পর মহেশতলা, বজবজ এলাকা থেকে ২০ হাজার কেজি নিষিদ্ধ বাজি, বিস্ফোরক, প্রচুর বাজি তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে। বেআইনি বাজি মজুতের অভিযোগে এখনও পর্যন্ত ৩৪ জনকে গ্রেফতার করেছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা। 


স্থানীয় সূত্রে দাবি, বজবজের নন্দরামপুর দাসপাড়ায় দীর্ঘদিন ধরে বাজির কারবার চলে। অভিযোগ, প্রায় প্রতি বাড়িতেই বেআইনিভাবে বাজি মজুত থাকে। যদিও দমকল আধিকারিকের দাবি, মজুত বাজি থেকে বিস্ফোরণ ঘটেনি। 


প্রেক্ষাপট


রবিবার রাত পৌনে ৮টা নাগাদ, একটি বাড়ির ছাদে আগুন লাগে। ভেঙে পড়ে অস্থায়ী টিনের ছাউনি। তাতেই চাপা পড়েছিলেন তিনজন। পরে তাঁদের মৃত্যু হয়। মৃত্যু হয়েছে যমুনা দাস (৬৫), তাঁর মেয়ে পম্পা ঘাটি (৪৫) এবং ১০ বছরের নাতনি জয়শ্রী ঘাটির। বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা।


আরও পড়ুন: গরমের মরসুমে ত্বকের যত্নে ব্যবহার করুন অ্যালোভেরা, সমাধান পাবেন এইসব সমস্যা থেকে 


বিস্ফোরক উদ্ধার এগরাতেও


অন্যদিকে, খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের ৬ দিনের মাথায়, এগরা থেকে প্রচুর পরিমাণ বিস্ফোরক উদ্ধার হল। আজ সকালে সাহাড়া অঞ্চলে দেশবন্ধু গ্রাম পঞ্চায়েতের সাহাড়া গ্রামে মাঠের মাঝখানে পুকুরে ৬টি বস্তা ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এগরা থানার পুলিশ গিয়ে বস্তাভর্তি আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার করে। ১৬ মে, খাদিকুলে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণস্থল থেকে ২০ কিলোমিটার দূরে আজ আতসবাজি ও বিস্ফোরক উদ্ধার হয়। খাদিকুলে বিস্ফোরণকাণ্ডের সঙ্গে এর কোনও যোগসূত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে এগরা থানার পুলিশ।