Tata Sons: বিগত ৯ অক্টোবর ২০২৪ ভারতের অন্যতম বিখ্যাত শিল্পপতি রতন টাটার মৃত্যুর পরে তাঁর বৈমাত্রেয় ভাই নোয়েল টাটা (Noel Tata) দায়িত্ব পান টাটা ট্রাস্টের। তিনিই হন টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান। এই টাটা ট্রাস্ট (Tata Trust) মূলত সারা দেশে এই সংস্থার জনহিতকর কাজের প্রতিনিধিত্ব করে থাকে। ১১ অক্টোবর রতন টাটার উত্তরসূরি হিসেবে টাটা ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পান নোয়েল টাটা।


এদিকে টাটা গ্রুপের প্রধান হোল্ডিং সংস্থা হিসেবে গড়ে তোলা হয়েছে টাটা সন্স (Tata Sons) যা কিনা টাটা ট্রাস্টের মালিকানাধীন। ২০২২ সালে টাটা বোর্ড এমন একটি নিয়ম করেছিল যার কারণে আজ রতন টাটার প্রয়াণের পর নোয়েল টাটা স্বয়ং টাটা ট্রাস্টের চেয়ারম্যানের পদ পেলেও, তিনি টাটা সন্সের কোনো দায়িত্ব পাবেন না। কী সেই নিয়ম জানেন ?


টাটা সন্সের অ্যাসোসিয়েশনের নিয়ম অনুসারে একজন একক ব্যক্তি একইসঙ্গে কখনই টাটা ট্রাস্ট এবং টাটা সন্স উচয় সংস্থার চেয়ারম্যানের পদ গ্রহণ করতে পারবে না। আর্টিকল অফ অ্যাসোসিয়েশনের ১১৮ নং ধারাটি ২০২২ সালে টাটা সন্সের মাধ্যমে সংশোধিত হয়েছিল। ২০২১-২২ অর্থবর্ষের জন্য সংস্থার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছিল কোম্পানি আইন ২০১৩-এর ধারা ১৪ অনুসারে সময়ে সময়ে এই নিয়ম বদলানো হয়েছে এবং নতুন কিছু নিয়ম ১১৮ নং ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে যার মাধ্যমে বলা হচ্ছে যে টাটা ট্রাস্ট এবং টাটা সন্স এই দুই সংস্থার উভয়ের চেয়ারম্যান পদাধিকারী কখনও একজন ব্যক্তি হতে পারবে না।


ফলে নিয়ম অনুসারে নোয়েল টাটার অধীনে যতক্ষণ পর্যন্ত টাটা ট্রাস্ট রয়েছে, ততদিন পর্যন্ত তিনি টাটা সন্সের চেয়ারম্যান হতে পারবেন না। ১৯৫৭ সালের ডিসেম্বর মাসে নোয়েল টাটা জন্মগ্রহণ করেন, অল্লু মিস্ত্রীকে বিবাহ করেন তিনি এবং এই দম্পতির তিন সন্তান রয়েছে। লী, মায়া এবং নেভিল টাটা। সকলেই পারিবারিক ব্যবসার সঙ্গে জড়িত। লী টাটা ইন্ডিয়ান হোটেল কোম্পানিতে কাজ করেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে। মায়া টাটা কাজ করেন টাটা ক্যাপিটালের সঙ্গে। আর নেভিল স্টার বাজার এবং ট্রেন্টের দায়িত্ব সামলান।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jio 4G Phone: দীপাবলির বড় অফার দিচ্ছে রিলায়েন্স জিও! এবার মাত্র ৭০০ টাকাতেই মিলবে ৪জি ফোন