Reliance Jio Diwali Offer: আর দিন তিনেক পরেই সারা দেশে শুরু হবে আলোর উৎসব, দীপাবলি। আর এই উৎসবের উপলক্ষ্যে বহু সংস্থা নানারকম ছাড় দিচ্ছে তাদের পণ্যের উপরে। বেশিরভাগ সংস্থা অনেক সস্তায় সীমিত সময়ের (Jio Diwali Offer) জন্য তাদের পণ্য বিক্রি করতে শুরু করে দিয়েছে। এই দৌড়ে পিছিয়ে নেই রিলায়েন্স জিও (Jio 4G Phone)। একটি দুরন্ত দিওয়ালি ধামাক অফার শুরু করেছে রিলায়েন্স। এখন থেকে ৭০০ টাকারও কম দামে আপনি কিনতে পারবেন জিওর ৪জি ফোন। এই অফার সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
জিও-র দীপাবলি অফার
এই দীপাবলি উপলক্ষ্যে রিলায়েন্স জিও নিয়ে এসেছে দুরন্ত এক অফার। রিলায়েন্স তাঁর জিও ভারত ফোনে এই দীপাবলি উপলক্ষ্যে ৩০ শতাংশ ছাড় দিচ্ছে। যে ফোন আগে ৯৯৯ টাকায় কেনা যেত, সেই ফোনের দাম এখন ৬৯৯ টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ এক ধাক্কায় ২০০ টাকা কমে গিয়েছে ফোনের দাম। এর সঙ্গে জিও ভারত ফোনেও ১২৩ টাকা রিচার্জ করা যাবে। এই রিচার্জে ১৪ জিবি ডেটা ব্যবহারকারীদের দেওয়া হয় ফ্রি ভয়েস কলের সঙ্গে সঙ্গে। এটি একটি প্রিপেইড মাসিক রিচার্জ প্ল্যান।
এয়ারটেল ভোডাফোনের চেয়ে সস্তা রিচার্জ
রিলায়েন্স জিওর ১২৩ টাকার রিচার্জ প্ল্যানটি এয়ারটেল এবং ভোডাফোনের রিচার্জ প্ল্যানের তুলনায় প্রায় ৪০ শতাংশ সস্তা। এই রিলায়েন্স জিওর ফোনের মাধ্যমে ২জি পরিষেবা থেকে ৪জি পরিষেবায় শিফট করার সুযোগ মিলবে আপনার।
কী কী সেরা ফিচার্স আছে ফোনে
এই ফোনের ফিচার্সের কথা বলতে গেলে জিও ভারত ৪জি ফোনে ৪৫৫টিরও বেশি লাইভ টিভি চ্যানেল দেখা যাবে। এছাড়াও ফোনে মুভি প্রিমিয়ার এবং নতুন মুভি, ভিডিয়ো, টেলিভিশন শো, লাইভ স্পোর্টস, প্রোগ্রাম, ডিজিটাল পেমেন্টের মত অনেক ফিচার পাওয়া যায়। এছাড়াও আপনি ফোনে কিউআর কোড স্ক্যান করার সুবিধে পাবেন। শুধু তাই নয়, জিও পে এবং জিও জ্যাটের মত প্রিলোডেড বহু অ্যাপের পরিষেবাও পাবেন একই রিচার্জের মধ্যে। যে কোনো জিও স্টোরের পাশাপাশি আপনি চাইলে জিও মার্ট কিংবা যে কোনো ই-কমার্স স্টোরে এই ফোন কিনতে পারবেন বাড়িতে বসেই।