Noel Tata Net Worth: রতন টাটার বৈমাত্রেয় ভাই সম্প্রতি তাঁর পরে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান পদে অভিষিক্ত হলেন। টাটা সন্সের চেয়ারম্যান হতে পারেননি একবার। যদিও এবারে রতন টাটার (Ratan Tata) উত্তরসূরি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি, টাটা ট্রাস্টের নয়া চেয়ারম্যান (Noel Tata) নির্বাচিত হয়েছেন নোয়েল টাটা। তাঁর কর্মদক্ষতায় ও পরিশ্রমে টাটা গ্রুপকে সারা বিশ্বের মধ্যে পরিচিতি দিয়েছেন তিনি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১২,৪৫৫ কোটি টাকা।


রতন টাটার অধরা কাজ এগিয়ে নিয়ে যাবেন নোয়েল টাটা


টাটা ট্রেন্ট এবং টাটা ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ছিলেন নোয়েল টাটা। এবারে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান রূপে নির্বাচিত হয়ে নোয়েল টাটা জানান যে এই বিপুল গুরুদায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত গর্বিত বোধ করছেন। তিনি একইসঙ্গে অত্যন্ত সম্মানিত। আমাদের এই ঐতিহ্য বহন করে এগিয়ে নিয়ে যেতে হবে, প্রয়াত রতন টাটা এবং টাটা গ্রুপের সমস্ত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। একশো বছরেরও বেশি সময় ধরে মানুষের পরিষেবায় নিয়োজিত এই টাটা ট্রাস্ট। ভবিষ্যতেও এই সংস্থার কাজ এগিয়ে যাব চরম উৎসাহ নিয়ে, জানান নোয়েল টাটা। জাতি গঠনের কাজে নিয়োজিত থাকব, দেশের ও সমাজের উন্নয়ন, নতুন পরীক্ষা-নিরীক্ষাকে উৎসাহদানের মাধ্যমে এগিয়ে যাব সংস্থাকে, জানান নোয়েল টাটা।


টাটা ইন্টারন্যাশনাল ও ট্রেন্ট সংস্থার উন্নতিসাধন করেন


১৯৫৭ সালে জন্ম হয় নোয়েল টাটার। তিনি তার ব্যবসায়িক দক্ষতার প্রমাণ দিয়েছেন। নাভাল টাটা এবং সিমোন টাটার সন্তান নোয়েল টাটা, ইউরোপের সাসেক্স বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। এর পরে ফ্রান্সের ঐতিহ্যবাহী বিজনেস স্কুল INSEAD থেকে পড়াশোনা করেছেন নোয়েল টাটা। আর এই কারণেই টাটা ইন্টারন্যাশনালের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁকে। ১৯৯৯ সালের জুন মাসে তাঁকে টাটা গ্রুপের রিটেল সংস্থা ট্রেন্ট-এর ম্যানেজিং ডিরেক্টরের পদে নির্বাচিত করা হয়। ওয়েস্টসাইডের নামে এই ট্রেন্ট সংস্থা সফলভাবে ব্যবসা করে চলেছে।


পালোনজি মিস্ত্রির জামাই নোয়েল টাটা


২০০৩ সালে টাইটান ইন্ডাস্ট্রিজ এবং ভোল্টাসের বোর্ড সদস্যের মধ্যে সংযুক্ত করা হয় নোয়েল টাটার নাম। ২০১১ সালে টাটা সন্সের দায়িত্বভার অর্পণ করা হয় আলো মিস্ত্রির ভাই সাইরাস মিস্ত্রির উপর। তাঁকে ২০১৬ সালে অপসারিত করা হয়েছিল এবং রতন টাটা পুনরায় অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নির্বাচিত হন। বিখ্যাত ব্যবসায়ী পালোনজি মিস্ত্রির স্ত্রী আলো মিস্ত্রি। এর মধ্যে নোয়েল টাটা তাঁর কাজের মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছেন। নিরন্তর নতুন নতুন দায়িত্ব নিয়ে এসেছেন নোয়েল টাটা।


তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার


নোয়েল টাটা এবং আলো মিস্ত্রির তিন সন্তান রয়েছে, মায়া নেভিল এবং লী। তাদের সকলেই যে টাটা গ্রুপে নতুন দায়িত্ব পাবেন তা বলার অপেক্ষা রাখে না। নোয়েল টাটা বর্তমানে আয়ারল্যান্ডের বাসিন্দা। সংবাদসূত্র অনুযায়ী তাঁর মোট সম্পদের পরিমাণ ১.৫ বিলিয়ন ডলার। গত বছর ট্রেন্ট সংস্থা পঞ্চম সংস্থায় পরিণত হয়েছে যাদের বাজার মূলধন ১ লক্ষ কোটি ছাড়িয়েছে। ২০২২ সালে ট্রেন্ট সংস্থার মোট মুনাফা হয়েছিল ৫৫৪ কোটি টাকা।


আরও পড়ুন: Layoff News: ফের ছাঁটাইয়ের খবর এই সমাজ মাধ্যম সংস্থায়, কাজ হারাতে পারেন ১ হাজার কর্মী