TikTok: সারা বিশ্বে জনপ্রিয় সমাজমাধ্যম সংস্থা টিকটক এবার কর্মী ছাঁটাই করতে চলেছে। জানা গিয়েছে এই সংস্থার মালয়েশিয়ার শাখা (TikTok Layoff) থেকে ৭০০ জন কর্মীকে ছাঁটাই করা হবে। টিকটক সংস্থা এখন পুরোদমে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে কাজ করছে। আর এই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার দরুণ, কনটেন্ট মডারেশনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপরেই নির্ভরশীলতা বেড়েছে (Layoff News) এই সংস্থার। ফলে লোকের প্রয়োজন কমেছে আর তাই সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাই করবে টিকটক, এমনটাই জানা গিয়েছে সংবাদমাধ্যমে।


এই প্রতিবেদন অনুসারে, সংস্থার কর্মীদের প্রাথমিকভাবে ইমেলের মাধ্যমে ছাঁটাইয়ের ব্যাপারে জানানো হয়েছে। টিকটক কনফার্ম করেছে যে এই সংস্থায় আদপেই কর্মী ছাঁটাই চলছে। তবে সংস্থার পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়নি যে ঠিক কতজন কর্মীকে ছাঁটাই করা হবে মালয়েশিয়াতে। সংস্থা এই কর্মী ছাঁটাইয়ের একটি বৈশ্বিক প্রভাব সম্পর্কে আশঙ্কিত এবং সেই অনুযায়ী সংস্থাকে ঢেলে সাজাতে বদ্ধপরিকর। শুক্রবার টিকটকের এক মুখপাত্র সংবাদমাধ্যমে জানিয়েছেন, 'কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে বৈশ্বিক স্তরে অপারেটিং মডেল আরও দৃঢ় ও সংহত করতে পদক্ষেপ করছে সংস্থা, আর কর্মী ছাঁটাই এই প্রক্রিয়ার একটি বিশেষ অংশ।' এমনকী মুখপাত্র এও বলেছেন যে, এখন এই পরিস্থিতিতে কর্মীদের ভাল বেতন দিতে পারছিল না সংস্থা। স্থানীয় এমপ্লয়মেন্ট রেগুলেশন পদ্ধতি অনুযায়ী এই কাজ ঠিকমত করা হচ্ছিল না।


মালয়েশিয়ার সরকার কড়া পদক্ষেপ করে তদন্ত করেছে যে সমস্ত সংস্থার অপারেটিং লাইসেন্স আছে কিনা, আর এই টিকটকের কর্মী ছাঁটাই প্রক্রিয়া আরও ত্বরান্বিত হয়েছে কারণ এই সমাজমাধ্যমে ক্ষতিকর কনটেন্ট খুব বেশিমাত্রায় প্রচারিত হয়েছিল এক সময়। তারপরেই বাইটডান্স নামের এক সংস্থা ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় টিকটকে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে বিশ্বাস ও সুরক্ষা নিশ্চিত করার চেষ্টা করে সংস্থা। আর এই কারণে টিকটকের ৮০ শতাংশ কনটেন্টই নীতিবিরোধী হয়ে পড়েছে।


মে মাসে বিশ্বজুড়ে এই সংস্থার ১ হাজার কর্মীকে ছাঁটাই করার কথা জানিয়েছিল টিকটক। এই কর্মী ছাঁটাইয়ের খবরে প্রাথমিকভাবে কনটেন্ট ও মার্কেটিং বিভাগে দারুণ প্রভাব পড়েছিল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Stock Market Closing: ফের পতনের মুখে বাজার, কততে সাপোর্ট নিতে পারে নিফটি ৫০ ? আজ গতি দেখাল কারা ?