Stock Market Update: অতীতে হয়েছে অনেক ধরনের প্রতারণার ঘটনা। এবার ব্রোকিং কোম্পানিগুলির নামে প্রতারণাচক্র চালাচ্ছে ঠগরা। সম্প্রতি জিরোধা ও অ্যাঞ্জেল ওয়ানের নামে চলছে জালিয়াতি। যা নিয়ে সতর্ক করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE)।
দ্রুত ধনী হওয়ার লোভ প্রায়শই মানুষকে গ্রাস করে, যে কারণে কম সময়ে প্রতারণার শিকার হয় তারা। শেয়ারবাজারেও এমন ঘটনা দেখা যায়। প্রায়ই এই নিয়ে আসে অভিযোগ। যেখানে প্রতারকরা শেয়ারবাজার থেকে আয় করার পর কয়েকদিনের মধ্যে বড়লোক হওয়ার স্বপ্ন দেখে ও ঠগদের কবলে পড়ে। স্টক মার্কেটগুলির একটি এনএসই (NSE) সম্প্রতি এই বিষয়ে বিনিয়োগকারীদের সতর্ক করেছে।
Share Market Fraud Alert: এসব কোম্পানির নামের অপব্যবহার
প্রধান স্টক মার্কেট NSE (NSE) প্রায়ই এই ধরনের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক করে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ পর্যায়ক্রমে পুঁজিবাজার ব্যবসায়ী ও সাধারণ জনগণকে এই ধরনের কেলেঙ্কারি সম্পর্কে সতর্ক করে। এনএসই বারবার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অজানা ব্যক্তি বা সংস্থার নিশ্চিত রিটার্ন বা অন্যান্য আকর্ষণীয় অফারগুলির প্রতিশ্রুতি থেকে প্রলুব্ধ না হওয়ার পরামর্শ দেয়। সম্প্রতি ঠগরা জিরোধা ও অ্যাঞ্জেল ওয়ানের মতো কোম্পানির নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের প্রতারিত করছে।
Stock Market Update: এমন একটি নাম যা বিনিয়োগকারীদের প্রতারিত করে
এনএসই জনগণকে তিন ব্যক্তি সুমন মহাজন, সুস্মিতা নাগ ও তুষার কান্তি মণ্ডল সম্পর্কে সচেতন হতে বলেছে। যারা অ্যাঞ্জেল ওয়ান ইন্ডাস্ট্রি, জিরোধা ইন্ডাস্ট্রিতে জড়িত। ড্রিম সলিউশন, ড্রিম সলিউশন স্টক ব্রোকিং সার্ভিস, ন্যাচারাল হেলথ কেয়ার, ন্যাচারাল হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড, হেলথ সলিউশন , ন্যাচারাল হেলথ কেয়ার অ্যান্ড হসপিটালিটি প্রাইভেট লিমিটেড- এর মতো নাম ব্যবহার করে লোকেদের কাছ থেকে টাকা নিচ্ছে এরা।
Share Market Fraud Alert: অ্যাঞ্জেল ওয়ান জিরোধার সঙ্গে সম্পর্কিত নয়
এনএসই জানিয়েছে, এই ব্যক্তি বা সত্তাগুলি এনএসই-র সদস্য হিসাবে নিবন্ধিত নয় বা তারা এনএসই-র কোনও রেজিস্টার্ড সদস্য দ্বারাও অনুমোদিত নয়। অ্যাঞ্জেল ওয়ান ও জিরোধা ব্রোকিংও শেয়ার বাজারকে স্পষ্ট করেছে যে, উপরে উল্লিখিত ব্যক্তি বা সংস্থাগুলি তাদের সাথে কোনওভাবেই যুক্ত নয়।
Stock Market Update: ডাব্বা ব্যবসা হচ্ছে প্রতারণা
এর আগে, এনএসই বিনিয়োগকারীদের রিটার্নের গ্যারান্টি দেওয়ার সময় ডাব্বা ট্রেডিং করা ব্যক্তি ও সত্তা সম্পর্কে সতর্ক করেছিল। বিন ট্রেডিং শেয়ার লেনদেনের একটি অবৈধ উপায়। এতে অপারেটররা শেয়ার বাজারের প্ল্যাটফর্মের বাইরে শেয়ার ক্রয়-বিক্রয় করে। এই ধরনের ক্ষেত্রে প্রতারণার সম্ভাবনা বেশি এবং এই ক্ষেত্রে বিনিয়োগকারীদের অভিযোগ করার কোনও উপায় থাকে না।
7th Pay Commission: জুলাইতেই ৪ শতাংশ ডিএ বাড়বে ! কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাবেন সুখবর ?