কলকাতা: কেরলের (Kerala) পর এবার উত্তর-পূর্ব ভারতে ঢুকল বর্ষা (Monsoon)। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে (North Bengal) জানাল আবহাওয়া দফতর। রবিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে (South Bengal)। রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় (Kolkata)। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, কালকের মধ্যে আংশিক উত্তরবঙ্গ (North Bengal), অসমের (Assam) ধুবড়ি, সিকিমের একাংশে বর্ষা ঢুকছে। পাশাপাশি একটি নিম্নচাপ তৈরি হয়েছে বাংলাদেশ মায়ানমার সাগরে। এর ভিতরে পর্যাপ্ত বজ্রগর্ভ মেঘ আছে। যেগুলি আগামি ২৪ ঘন্টায় বাংলাদেশ ও মায়ানমারের বিভিন্ন এলাকায় প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। 


আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার ও কোচবিহারে। আগামীকাল ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ারে। সোমবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা প্রায় ২০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলার বেশ কিছু এলাকায়। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সতর্কতা সোমবার থেকে বৃহস্পতিবার এর মধ্যে। পশ্চিমাঞ্চলের জেলা বাদে প্রায় সর্বত্র মেঘলা বা আংশিক মেঘলা আকাশ। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া আজও পুড়তে পারে দাবদাহে। 


আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে অর্থাৎ বাংলায় বর্ষা প্রবেশের সম্ভাবনা। যদিও জলপাইগুড়িতে মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন ৭ জুন। বাংলা এবার দেরিতে বর্ষার আগমন। দক্ষিণবঙ্গে কবে বর্ষা? তা অবশ্য এখনও নিশ্চিত নয় আবহাওয়া দফতর। তবে এও বলা হয়েছে, পশ্চিমে তাপপ্রবাহ চলবে। বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান এ। বাকি জেলাতেও অস্বস্তিকর আবহাওয়া গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মঙ্গলবার পর্যন্ত।


কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। আগামী মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি নদিয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। রবি ও সোমবার কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বাড়বে। আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। এরপর তিনদিন ফের বাড়বে তাপমাত্রা বাড়বে অস্বস্তি। কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি। গতকাল  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৮৮ শতাংশ।


 


আরও পড়ুন, এক কেজি মধুর দাম গাড়ির দামের সমান! বিশ্বের সবচেয়ে দামি মধু পাওয়া যায় কোন দেশে?