২৯ অগাস্ট শুক্রবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামীকাল ৩০ অগাস্ট শনিবার ক্যাপিটাল মার্কেটে মক ট্রেডিং সেশন পরিচালনা করা হবে। এর সঙ্গে সঙ্গে কমোডিটি, ডেরিভেটিভ সেগমেন্টের বাজারেও এই মক ট্রেডিং সেশন চালাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। একটি বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য জানিয়েছে NSE। ৩০ অগাস্ট ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কর্তৃক পরিচালিত এই মক ট্রেডিং সেশনে কোনও নতুন সফটওয়্যার আপডেটের কথা যদিও প্রকাশ করা হয়নি।

যদিও এই সেশনগুলি মূলত ট্রেডিং সিস্টেম ও ইনফ্রাস্ট্রাকচার পরীক্ষা করতে এবং জরুরি পদ্ধতি অনুশীলন করতে ও ব্রোকার, ব্যবহারকারীদের আর্থিক ঝুঁকি ছাড়াই নতুন সিস্টেমের সঙ্গে পরিচিত হতে সহায়তা করে। ক্যাপিটাল মার্কেট, কমোডিটি মার্কেট এবং ডেরিভেটিভ মার্কেটে একেক সময়ে এই মক ট্রেডিং সেশন চলবে বলে জানিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। দেখে নিন সেই সময়সূচি।

ক্যাপিটাল মার্কেটে মক ট্রেডিং সেশনের সময়

সাধারণ নিয়মে সকাল ৯টা ১৫ মিনিটে বাজার খুলবে এবং সকাল ১০টা ১০ মিনিটে বন্ধ হবে বাজার। এর আগে প্রি-ওপেন মার্কেট চালু হবে সকাল ৯ টা থেকে। ১০টা ৪০ পর্যন্ত ট্রেড মডিফিকেশন করা যাবে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ জানিয়েছে যে এই মক ট্রেডিং চলার সময় লেনদেনের ফলে কোনও পে-ইন বা পে-আউট ফান্ড করা হবে না।

কমোডিটি বাজারের সময়সূচি

এনএসই-র নিয়ম অনুসারে এদিন কমোডিটি মার্কেট খুলবে সকাল ৯ টায় আর বাজার বন্ধ হবে সকাল ১০টা ১০-এ। ১০টা ২০-র মধ্যে ট্রেড মডিফিকেশন করা যাবে। কারেন্সি ডেরিভেটিভ বাজারও একই সময়ে খুলবে ও বন্ধ হবে।

প্রতি মাসেই একবার করে অন্তত এই মক ট্রেডিং সেশন আয়োজন করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। সদস্যদের নিরবিচ্ছিন্ন ট্রেডিং সক্ষম করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এক্সচেঞ্জ। ট্রেডিং ইনফ্রাস্ট্রাকচার আর এর পুনরুদ্ধার ও প্রতিক্রিয়াগুলির পর্যায়ক্রমিক পরীক্ষার উপর সর্বাধিক গুরুত্ব দেয়। এই উদ্দেশ্যেই সময়ে সময়ে এক্সচেঞ্জ কর্তৃক কন্টিনজেন্সি ডিল বা মক ড্রিল আয়োজন করা হয়। ২০২৫ সালের জন্য আগাম মক ড্রিল বা মক ট্রেডিং সেশনের ক্যালেন্ডার প্রকাশ করেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। এই ক্যালেন্ডার অনুসারে ৩০ অগাস্টের পরে পুনরায় বাজারে এই মক ট্রেডিং সেশন আয়োজিত হবে আগামী ৬ সেপ্টেম্বর। এর আগে ২ অগাস্টও আয়োজিত হয়েছিল এই মক ট্রেডিং সেশন।