নদিয়া: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর নামে থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, সীমান্ত রক্ষার ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত কথা বলেছিলেন মহুয়া। যার জন্য বিজেপির তরফে এই অভিযোগ দায়ের করেছে বিজেপি।
আরও পড়ুন, শোভন ও রত্নার বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ, 'সত্যেরই জয় হয়েছে..'
ঠিক কী বলেছিলেন TMC সাংসদ মহুয়া মৈত্র ?
রাজ্যে বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে তৃণমূল-বিজেপি সংঘাত একেবারে সপ্তমে পৌঁছল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর মন্তব্যের অভিযোগ!কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর বিরুদ্ধে কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন,'যেটা ভারতের সীমান্ত আছে, বাহিনী সেটা রক্ষার দায়িত্বে আছে। সরাসরি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব। সেটা সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। প্রধানমন্ত্রী ১৫ অগাস্ট, তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে, অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী, ভারতে আমাদের জনবিন্যাস, সেটা নাকি বদলে যাচ্ছে। ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে। এসব বলছিলেন। তিনি যখন এসব কথা বলছিলেন, প্রথম সারিতে তাঁর স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জভাবে দাঁড়িয়ে হেঁ হেঁ করে হেসে তিনি হাততালি দিচ্ছিলেন। আমি জিজ্ঞেস করছি, যদি ভারতের সীমান্ত আমাদের রক্ষা করার কেউ নেই, যদি অন্য দেশের মানুষরা রোজ শয়ে শয়ে, লাখে লাখে, কোটি কোটিতে ঢুকে যাচ্ছে, যে আমাদের মা, বোনদের উপর চোখ দিচ্ছে, আমাদের জমি কেড়ে নিচ্ছে, তোমার প্রথমেই তো অমিত শাহর মাথাটা কেটে তোমার টেবিলে দেওয়া উচিত।'
এটা দেশবিরোধী কথা : বিজেপি
নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মুখপাত্র বিজেপি সন্দীপ মজুমদার বলেন, ..এই যে কথাটি তিনি বলেছেন, এটা দেশবিরোধী কথা। রাষ্ট্রের বিরোধী কথা তিনি বলেছেন, কারণ তিনি একজন সাংসদ। ভারতবর্ষের বিরুদ্ধে যেসব জঙ্গিবাদ মাথাচাড়া দিয়েছে, পাকিস্তান-সহ বিভিন্ন জঙ্গিবাদ যারা মাথাচাড়া দিচ্ছে, একজন সাংসদ হিসেবে, সেই জঙ্গিদের বন্ধু হিসেবে কি মহুয়া মৈত্র কাজ করছে? গত ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসে, লালকেল্লার ভাষণে অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ষড়যন্ত্র হচ্ছে, পরিকল্পিত চক্রান্ত করে দেশের ডেমোগ্রাফি (জনবিন্যাস) বদলে দেওয়া হচ্ছে।এই অনুপ্রবেশকারীরা আমাদের দেশের তরুণ প্রজন্মের রুটি-রুজি ছিনিয়ে নিচ্ছে। এই অনুপ্রবেশকারীরা আমার দেশের বোন ও কন্যাদের নিশানা করছে। এই অনুপ্রবেশকারীরা সরল আদিবাসীদের ভুল বুঝিয়ে তাঁদের জমি দখল করে নিচ্ছে। দেশ এটা সহ্য করবে না।'প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বেলাগাম আক্রমণের অভিযোগ উঠেছে মহুয়া মৈত্রর বিরুদ্ধে। তা নিয়ে তৃণমূল-বিজেপি সংঘাত নতুন মাত্রা পেয়েছে ।