Stock Market: স্টক এক্সচেঞ্জে খুব একটা ভাল লিস্টিং হয়নি এনটিপিসি গ্রিন এনার্জির আইপিওর। কিন্তু তালিকাভুক্তির পরেই চমক দেখাচ্ছে এই স্টক। ১০৮ টাকা ইস্যু প্রাইস ছিল এই স্টকের আর ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই স্টক তালিকাভুক্ত হয়েছে আজ ১১১.৫০ টাকায়। ইস্যু প্রাইসের থেকে মাত্র ৩.২৪ শতাংশ মুনাফা এসেছে এই স্টকে। অন্যদিকে বম্বে স্টক এক্সচেঞ্জে (NTPC Green Energy Stock Price) এই স্টক ১১১.৬০ টাকায় তালিকাভুক্ত হয়েছে। কিন্তু লিস্টিংয়ের পরেই হু হু করে বাড়তে শুরু করেছে এই স্টকের দাম। এক লাফে আজ বুধবারের সকালে বাজার (NTPC Green Energy) খুলতেই এনটিপিসি গ্রিন এনার্জির স্টক ১১১.৬০ টাকা থেকে পৌঁছে যায় ১১৮.৮০ টাকায় অর্থাৎ ১০ শতাংশ মুনাফা (Stock Market) দিয়েছে এই স্টক। আর এখন দুপুর বারোটা নাগাদ এই স্টকের দাম ১২০.৯০ টাকায় ট্রেড করছে। এখনই কি প্রফিট বুক করবেন ?
১০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে সংস্থা
এনটিপিসি গ্রিন এনার্জির আইপিও ১৯ নভেম্বর থেকে ২২ নভেম্বর পর্যন্ত খোলা ছিল। এই আইপিওর একেকটি শেয়ারের ফেসভ্যালু ছিল ১০ টাকা এবং প্রাইসব্যান্ড রাখা হয়েছিল ১০২ টাকা থেকে ১০৯ টাকার মধ্যে। খুচরো বিনিয়োগকারী এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জোরে এই আইপিও মোটামুটি মুনাফা দিয়েই তালিকাভুক্ত হয়েছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্যাটাগরিতে এই আইপিও ৩.৫১ গুণ সাবস্ক্রাইব হয়েছে, আর খুচরো বিনিয়োগকারীরা এই আইপিও ৩.৫৯ গুণ সাবস্ক্রাইব করেছেন। তবে অপ্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের থেকে সেভাবে কোনো সাড়া আসেনি এই আইপিওতে।
এনটিপিসি গ্রিন এনার্জির আইপিওর একটি লটে ধার্য হয়েছিল ১৩৮টি শেয়ার, আর এই আইপিওর একটি লটে বিনিয়োগ করার জন্য প্রয়োজন ছিল ১৪,৯০৪ টাকা। ন্যূনতম একটি লট এবং সর্বোচ্চ ১৩টি লটে বিনিয়োগ করতে পারতেন বিনিয়োগকারীরা। আর এই সংস্থার কর্মীদের জন্য শেয়ারের দামে ৫ টাকা করে ছাড় ছিল।
অফার ফর সেল ছিল না এই আইপিওতে
এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড আইপিওতে কোনো অফার ফর সেল ছিল না। সংস্থার মালিক কোনো স্টেক বিক্রি করেননি। আইপিওর মাধ্যমেই বাজার থেকে ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করেছে এই সংস্থা। এর মধ্যে ৭৫০০ কোটি টাকা লোন শোধে ব্যবহৃত হবে। বাকি টাকা খরচ করা হবে সাধারণ কর্পোরেট বিষয়ে এবং সংস্থার বিস্তারে। মূলত পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদন নিয়ে কাজ করে এই মহারাষ্ট্রের সরকারি সংস্থা। সৌরশক্তি ও বায়ুশক্তি নিয়েই এই সংস্থার কাজ।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)
আরও পড়ুন; Infosys: ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দিচ্ছে এই টেক সংস্থা, কোন কর্মীরা পাবেন সুখবর ?