ঢাকা :  ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতারির প্রতিবাদ ঘিরে অশান্ত বাংলাদেশ। চিন্ময়কৃষ্ণ দাসের জামিন খারিজ হওয়ার পরেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু হিন্দুদের বিক্ষোভ তীব্র হয়েছে।  ঢাকা, চট্টগ্রাম থেকে রংপুর-দফায় দফায় চলছে বিক্ষোভ-অবরোধ। অভিযোগ,  প্রতিবাদীদের ওপর নির্বিচারে হামলা চালাচ্ছে বাংলাদেশের জামাত সমর্থকরা। 


সংবাদপত্র প্রথম আলো সূত্রে খবর, সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে মিছিলের প্রস্তুতি চলছিল। সে সময়ই শুরু হয়ে যায় ধরপাকড়। আওয়ামি লিগের মোট ৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতরাতে চট্টগ্রামের সরাইপাড়া এলাকা থেকে ৬ ব্যক্তিকে আটক করা হয়। খবর সংবাদপত্র প্রথম আলো সূত্রে।


মঙ্গলবারই চট্টগ্রামের আদালতে গ্রেফতার হওয়া সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের জামিন নাকচ হয়। তখনই সন্ন্যাসীর অনুগামীরা তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করে আদালত চত্বরেই। প্রিজন ভ্যান থেকেই সকলকে শান্তি বজায় রাখার কথা বলেন তিনি। এরপর বিচারবিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়া হয় রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ধৃত চিন্ময়কৃষ্ণ দাস প্রভুকে। এরপর যত রাত গড়িয়েছে বাংলাদেশে তীব্র হয়েছে সংখ্যালঘুদের প্রতিবাদ। চট্টগ্রাম আদালতে বিক্ষোভ চলাকালীন সংঘর্ষে মৃত্যু হয় এক আইনজীবীর।


আরও পড়ুন : 'উনি একজন অভিনেত্রী', ভরা আদালতে এবার অর্পিতার সঙ্গে সম্পর্ক নিয়ে এ কী বললেন পার্থর আইনজীবী?


সূত্রের খবর, রাতে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের ওপর হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে মন্দির ।  অভিযোগ, জামাত নেতা ও কর্মীরা অত্যাচার চালাচ্ছে  প্রতিবাদী হিন্দুদের উপর। কয়েকদিন আগে চট্টগ্রামের হাজারি গলিতে সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনার বিরুদ্ধে। তখন বেশ কয়েকজন সংখ্যালঘু নাগরিককে বাংলাদেশ সেনা গ্রেফতার করে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে।  


সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস। চট্টগ্রাম যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার দায়ের করা হয়েছে। গত ৩১ অক্টোবর, BNP নেতা ফিরোজ খান কোতোয়ালি থানায় চিন্ময়কৃষ্ণ-সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। যদিও পরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।


আরও পড়ুন : 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।