কলকাতা: ক্রমশ দুনিয়া হয়ে উঠছে এআই প্রযুক্তি নির্ভর। চিকিৎসা থেকে স্বাস্থ্য, প্রতিরক্ষা থেকে তথ্যপ্রযুক্তির কাজ- সর্বত্র এখন আসরে AI প্রযুক্তি। তাল মিলিয়েই বৃদ্ধি হয়েছে AI সংক্রান্ত ব্যবসারও। যার উদাহরণ হয়তো Nvidia- আমেরিকার টেক জায়ান্ট এই সংস্থা এমন চিপ তৈরি করে যা বৃহৎ AI মডেল (মাইক্রোসফট বা মেটার তৈরি মডেল বা অনুরূপ) প্রশিক্ষিত করতে ব্যবহার করে। AI-নির্ভর হতে চলা এই দুনিয়ায় তাই ব্যবসাও উঠিয়েছে এই সংস্থা।


বৃহস্পতিবার বিশ্ববাজারে Nvidia-এর শেয়ার দরে চমকপ্রদ উত্থান হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল সংস্থার স্টকের দর। দাঁড়িয়েছিল ৭৭৫ মার্কিন ডলারের আশেপাশে। তারপর আরও উঠে Nvidia-এর শেয়ার দর পেরিয়ে যায় ৭৮৫ মার্কিন ডলার। 


এই সংস্থার স্টকের দরের উপর ভিত্তি করেই বুলিশ হয়েছে মার্কিন বাজার।


কেন এই লাফ?
আমেরিকার টেক জায়ান্ট এই সংস্থা তাঁদের অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে (fiscal fourth quarter) আয় (Revenue) করেছে ২২.১০ বিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে দাঁড়িয়ে গত বছরের তুলনায় (Year on Year) বিচার করলে যা ২৬৫ শতাংশ বেশি। Net income-ও বেড়েছে চোখ ধাঁধানো অঙ্কে- ৭৬৯ শতাংশ বেশি। এমনকী সামনের কিছু সময়ের জন্য়ও এই গ্রাফ ঊর্ধ্বমুখী থাকবে তার সমস্ত ইঙ্গিত মিলেছে। বিভিন্ন সংবাদমাধ্যম অনুযায়ী সংস্থার সিইও Jensen Huang- জানিয়েছেন ২০২৫ এবং তার পরেও এই অগ্রগতি আরও হবে এবং তার জন্য প্রয়োজনীয় পরিবেশও রয়েছে। ফলে সামগ্রিক ভাবে এই সংস্থার ব্য়বসা ঊর্ধ্বমুখী হবে তার আন্দাজ পেয়েছেন বিনিয়োগকারীরা। 


Nvidia-এর ডেটা সেন্টার সংক্রান্ত ব্য়বসা- এর অধীনেই রয়েছে সংস্থার H100 গ্রাফিক্স কার্ড- যেটি এআই প্রশিক্ষণের জন্য ব্য়বহৃত হয়। চতুর্থ ত্রৈমাসিকে এর ব্যবসা হয়েছে ১৮.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা year on year-এর ভিত্তিতে ৪০৯ শতাংশ বেশি।
 
এই তথ্যগুলি প্রকাশ্যে আসার পরেই লাফ দেয় শেয়ার দর। একাধিক বিশেষজ্ঞ সংস্থাগুলিও Nvidia-এর প্রাইস টার্গেট বাড়িয়ে দিয়েছে। তারই ফলে তুঙ্গে উঠেছে এই স্টক।


মার্কিন বাজারে কী প্রভাব?
Nvidia-এর রকেট উত্থান টেনে তুলেছে মার্কিন শেয়ার বাজারের সূচককেও। গতকালের পরে এদিনও উর্ধ্বমুখী ডাও জোনস (Dow Jones)। ভারতীয় সময় শুক্রবার বেলা ১২টা নাগাদ ১.১৮ শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে ডাউ জোনসে। Nvidia-টেক সংস্থা- তাই এই শেয়ারবৃদ্ধি প্রভাব ফেলেছে ন্যাসডাকেও (Nasdaq)। ২ বছরে সর্বোচ্চ জায়গায় গিয়েছে এই সূচক। ভারতীয় সময় শুক্রবার বেলা ১২টা নাগাদ প্রায় তিন শতাংশ বৃদ্ধি হয়েছে Nasdaq সূচক।


Nvivdia ছাড়াও, Rivian, Moderna, Novavax-এর শেয়ার দরও ঊর্ধ্বমুখী, যা তেজিভাব এনেছে বিদেশের বাজারে। বিশ্ববাজারে তেজিভাব প্রভাব ফেলেছে ভারতেও। বৃহস্পতিবার বেলার দিকে ট্রেডিংয়ে বেড়েছে ভারতীয় শেয়ার বাজারের সূচকগুলি।


আরও পড়ুন: কলকাতা হাইকোর্টে চাকরির সুযোগ, কত বেতন? কীভাবে আবেদন করবেন?