Bhavish Aggarwal: ওলা ইলেকট্রিকের সিইও ভাবীশ অগরওয়াল (Bhavish Aggarwal) ও কমেডিয়ান কুণাল কামরার (Kunal Kamra) মধ্যে শুরু হওয়া বাকযুদ্ধ থামছে না। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দুজনের মধ্যে সাম্প্রতিক বিতর্ক তিক্ততার চরম মাত্রায় পৌঁছেছে। সম্প্রতি ফের ভাবীশ অগরওয়ালও ওলা ইলেকট্রিককে (Ola Electric) নিশানা করলেন কুণাল কামরা। ওলার স্কুটারগুলির খারাপ অবস্থা এবং গ্রাহকদের সমস্যার প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে (Nitin Gadkari) ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তিনি।


ওলার দাবি-৯৯ শতাংশের বেশি অভিযোগের সমাধান হয়েছে
কুনাল কামরা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ তার পোস্টে লিখেছেন, গ্রাহকরা ওলা ইলেকট্রিক স্কুটার নিয়ে বিরক্ত। কোথাও তাদের কথা শোনা হচ্ছে না। ওলার এই বিষয়ে কোনও স্বচ্ছতা নেই। যারা ঋণ নিয়ে ওলা স্কুটার কিনেছেন, তারা এখন নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। কুণাল কামরার অভিযোগ, সংস্থা দায় এড়িয়ে চলছে। ওলা ইলেকট্রিক সম্প্রতি কেন্দ্রীয় গ্রাহক সুরক্ষা কর্তৃপক্ষকে জানিয়েছে, তারা 99.1 শতাংশ গ্রাহকের অভিযোগের সমাধান করেছে।


নীতিন গড়করি ছাড়াও কুণাল কামরাও ট্যাগ করেছেন প্রধানমন্ত্রী মোদিকে
ভাবীশ আগরওয়াল ছাড়াও কুনাল কামরা তার পোস্টে নীতিন গড়করি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ট্যাগ করেছেন। তিনি সোলাপুরের এক গ্রাহকের একটি পোস্টে লিখেছেন, ওলা স্কুটার পরিষেবা করা একটি কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। একজন ব্যবহারকারী এই পোস্টে লিখেছেন যে আমিও সোলাপুর থেকে এসেছি। এই দৃশ্য এখন খুবই স্বাভাবিক হয়ে উঠেছে। এখানে ওলা ইলেকট্রিক গ্রাহকদের সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে না।


ওলা ইলেকট্রিক স্টকের টার্গেট দাম কমেছে 110 টাকা
ইতিমধ্যেই ওলার বিরুদ্ধে সিসিপিএও তদন্ত শুরু করেছে। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১০ হাজারের বেশি অভিযোগ পাওয়ার পর নোটিশ জারি করা হয়েছে সংস্থাকে। ইতিমধ্যে, HSBC ব্রোকারেজ ফার্ম ওলা ইলেকট্রিকের স্টকের লক্ষ্য মূল্য 140 টাকা থেকে কমিয়ে 110 টাকা করেছে।



( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Ola Electric Update: আরও সমস্যা বাড়ল ওলা ইলেকট্রিকের, এবার কুণাল কামরার নিশানায় সরকারি সংস্থা