Ola Electric Car: ওলা (Ola) ইলেকট্রিক সংস্থা আগেই জানিয়েছিল যে ইলেকট্রিক গাড়ি (Electric Car) অর্থাৎ চারচাকার যান লঞ্চের পরিকল্পনা রয়েছে তাদের। এবার অনুমান করা হচ্ছে, হয়তো সামনের ১৫ অগস্টে ওলা সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি (Ola Electric Car) প্রকাশ্যে আনবে। যদিও ওলা ইলেকট্রিকের তরফে নিশ্চিত ভাবে কিছুই জানানো হয়নি। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালের ১৫ অগস্টই ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ভারতে লঞ্চ করেছিল তাদের ই-স্কুটার এস১ এবং এস১ প্রো। তার এক বছরের মাথায় হয়তো এবার ইলেকট্রিক গাড়িও প্রকাশ্যে আনবে ওলা সংস্থা।


ওলার ইলেকট্রিক গাড়ি


সম্প্রতি ওলা সংস্থার সিইও ভাবিশ আগরওয়ালের একটি ট্যুইট থেকেই জল্পনা শুরু হয়েছে। সেখানে আগামী ১৫ অগসট নতুন কিছু লঞ্চের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন ভাবিশ। আর তার থেকেই অনুমান করা হচ্ছে যে হয়তো এবার ইলেকট্রিক গাড়ি প্রকাশ্যে আনবে ওলা সংস্থা। বিশেষজ্ঞদের অনেকের মতেই গাড়ির ফার্স্ট লুক প্রকাশ্যে এলেও এই বছর হয়তো ইলেকট্রিক গাড়ি লঞ্চ করবে না ওলা কর্তৃপক্ষ। এর আগেও একবার এক ট্যুইটারিয়ানের ট্যুইটের জবাবে ভাবিশ আগরওয়াল ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৩ সালে ওলার ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে পারে। কয়েক মাস আগেই একটি ছোট্ট টিজার ভিডিওতে ওলার ইলেকট্রিক গাড়ির ঝলকও প্রকাশ্যে এনেছিলেন সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল। ওই ভিডিওতে ওলার বৈদ্যুতিক গাড়ির দুর্দান্ত একটি ঝলক দেখা গিয়েছিল। সামনের গ্রিল ও দরজার হ্যান্ডেল, স্লিপ উইন্ডশিল্ড, মসৃণ এলইডি হেডল্যাম্প ও স্পোর্টি অ্যালয় হুইল দেখতে পাওয়া গিয়েছিল ওই ভিডিওতে।


 






ওলার ইলেকট্রিক গাড়ি কত রেঞ্জ দিতে পারে ?


রিপোর্ট বলছে, ওলা ইলেকট্রিক কার স্কেটবোর্ড প্ল্যাটফর্মে তৈরি করা হবে। এই গাড়ির বৈদ্যুতিক মোটরের জন্য বিশেষ শিল্ড তৈরি করা হয়েছে। যা ব্যাটারি ও বৈদ্যুতিক উপাদানগুলির মধ্যে সামঞ্জস্য বজায় রাখে। শোনা যাচ্ছে, এই গাড়িটি আগামী দুই-তিন বছরের মধ্যে বাজারে পাওয়া যাবে। যার ব্যাটারির রেঞ্জ 300 কিলোমিটারেরও বেশি হতে পারে। তবে গাড়ির দাম কমপক্ষে ১০ লাখ টাকারও বেশি হবে। 


ওলার স্পোর্টস কার


কিছুদিন আগে ট্যুইট করে ভাবিশ আগরওয়াল এও জানিয়েছেন যে ওলা সংস্থা ভারতে স্পোর্টস কার- ও লঞ্চ করবে। সিইও- র দাবি ভারতে এখনও পর্যন্ত যত স্পোর্টস কার লঞ্চ হয়েছে তাদের কার্যত তাক লাগিয়ে দিতে দেশে লঞ্চ হবে ওলার ‘স্পোর্টিয়েস্ট’ কার।


আরও পড়ুন- ভারতে ইলেকট্রিক স্পোর্টস কার লঞ্চ করবে ওলা, ট্যুইটে তেমনই ইঙ্গিত সংস্থার সিইও-র