Sports Car: ইলেকট্রিক স্কুটারের (Electric Scooter) পর এবার ভারতে স্পোর্টস কার (Sports Car) লঞ্চ করবে ওলা (Ola)। সম্প্রতি ওলা সংস্থার সিইও ভাবিশ আগরওয়াল (Ola CEO Bhavish Aggarwal) ট্যুইটে তেমনই আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, ভারতে এখনও পর্যন্ত যত স্পোর্টস কার লঞ্চ হয়েছে তাদের কার্যত তাক লাগিয়ে দিতে দেশে লঞ্চ হবে ‘স্পোর্টিয়েস্ট’ কার (Sportiest Car)। ওলার এই ইলেকট্রিক স্পোর্টস কারের খবর ছড়িয়ে পড়তেই দেশের গাড়ির বাজারে শুর হয়েছে শোরগোল। সম্প্রতি ট্যুইটে আরও চমক দিয়েছেন ভাবিশ আগরওয়াল। তিনি জানিয়েছেন, চলতি বছর দিওয়ালি অর্থাৎ দীপাবলির সময়ে লঞ্চ হতে পারে MoveOS 3। প্রসঙ্গত উল্লেখ্য, ওলার এস১ সিরিজের ইলেকট্রিক স্কুটারে MoveOS 2- এর পরিবর্তে যুক্ত হবে MoveOS 3 আপডেট। অসংখ্য নতুন ফিচার থাকবে এই আপডেটে। ট্যুইটে একটি ভিডিয়ো শেয়ার করে ওলার সিইও এও দেখিয়েছেন যে এস১ সিরিজের একটি ই-স্কুটারে তিনি এই MoveOS 3 আপডেট টেস্ট করেও দেখছেন।



ইলেকট্রিক স্কুটার লঞ্চের সময়েই ওলা সংস্থা জানিয়েছিল যে ভবিষ্যতে তারা ইলেকট্রিক গাড়িও লঞ্চের পরিকল্পনা করবে। সেই সময় অবশ্য সেভাবে ইলেকট্রিক স্পোর্টস কারের কথা প্রকাশ্যে আনেনি ওলা কর্তৃপক্ষ। তবে এবার ট্যুইটে একটি ভিডিয়ো শেয়ার করে ওলার সিইও ভাবিশ আগরওয়াল স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন যে ভারতে তারা ইলেকট্রিক স্পোর্টস কার লঞ্চ করবেন। ওই ভিডিয়োতে একটি আলোর রেখা বরাবর গাড়ির মডেল বোঝা গিয়েছে। অন্যদিকে আবার জানা গিয়েছে, MoveOS 3 আপডেটে কী কী ফিচার থাকতে চলেছে। এই তালিকায় থাকতে চলেছে Hill hold, proximity unlock, moods, regen v2, hypercharging, calling, key sharing- এইসব আধুনিক ফিচার।


২০২১ সালে অর্থাৎ গত বছর ১৫ অগস্ট ভারতে লঞ্চ হয়েছিল ওলা ইলেকট্রিক স্কুটার। তামিলনাড়ুতে বিশাল কারখানা রয়েছে ওলা কোম্পানির। নেদারল্যান্ডের এই সংস্থার না ভারতে মানুষ প্রথম জেনেছিল ক্যাবের মাধ্যমে। তবে এখন ওলা বলতেই লোকে একবাক্যে চেনেন ইলেকট্রিক স্কুটার।


আরও পড়ুন- বিএমডব্লুর নতুন স্পোর্টস বাইকের থেকে কতটা আলাদা টিভিএসের Apache RR310, মিলই বা কোথায়