নয়া দিল্লি: এবার প্রকাশ্যে এল ছবি। ম্যাটের পাশাপাশি গ্লসি ফিনিশ, ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। নিজেই সেই ট্যুইট করলেন কোম্পানির চেয়ারম্যান তথা সিইও ভাবিশ অগ্রবাল।
চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই। ইলেকট্রিক স্কুটারের রং নিয়ে উৎসাহ ছিল ক্রেতাদের মনে। ভিডিয়ো ট্যুইট করে সেই কৌতূহল দূর করলেন কোম্পানির সিইও। ভাবিশ বলেছেন, ''১০ রঙের বিপ্লব, ঠিক যেমনটা আপনারা চেয়েছিলেন। কোন রংটা আপনার পছন্দ ? আমি জানতে চাই। এখনই http://olaelectric.com-এ গিয়ে রিজার্ভ করুন।''
ওলা ইলেকট্রিক স্কুটারের রং
ওলার কর্ণধারের সাম্প্রতিক ট্যুইট বলছে, ক'দিন আগেই পছন্দের রং সম্পর্কে জানতে চেয়েছিলেন তিনি। এবার সবার পছন্দের কথা মাথায় রেখেই ১০ রঙের বাহার ধরা পড়ল ওলা ইলেকট্রিক স্কুটারে। তবে ছবি পোস্ট করলেও রঙের সঠিক নাম এখনও জানাননি ভাবিশ। অটো ব্লগারদের ধারণা, স্কুটার লঞ্চ করার সময় তা প্রকাশ্যে আনবে কোম্পানি। ছবিতে দশ রঙে ম্যাট ও গ্লসি ফিনিশ দুই দেখা গিয়েছে। স্কুটারে সাদা ,কালো ছাড়াও রয়েছে হলুদ, লাল, গোলাপির রংবাহারি। এ ছাড়াও অফিসিয়াল কালার হিসাবে শোভা পাচ্ছে সিলভার , হোয়াইট, ম্যাট ব্ল্যাকের মতো রং।
স্কুটারের বুকিং
সম্প্রতি শুরু হয়েছে এই স্কুটারের বুকিং। কোম্পানি দাবি করেছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের বুকিং এক লক্ষ ছুঁয়েছে। ৪৯৯ টাকা রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের মূল্য। কোনও কারণে বুকিংয়ের পর ক্রেতা স্কুটার কিনতে না চাইলে পুরো টাকা ফেরত পাবেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন।সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে।
স্কুটারের সম্ভ্যাব্য স্পেসিফিকেশন
স্বাভাবিক চার্জে ১০০-১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে ওলার ইলেকট্রিক স্কুটার। খোলা যায় এমন লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে স্কুটারে। অ্যালয় হুইল, টেলিস্কোপিক সাসপেনশন ছাড়াও স্কুটারে রয়েছে ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট কন্ট্রোল। বিভিন্ন অটো সাইটগুলোর খবর বলছে, ইতিমধ্যেই Series S, S1 ছাড়াও S1 Pro নামে ট্রেডমার্ক নিয়েছে কোম্পানি। সম্ভবত এই নামে মডেল ভ্যারিয়েন্ট আনতে চলেছে ওলা।