নয়া দিল্লি: আর বেশি দিনের অপেক্ষা নয়। তামিলনাড়ুতে স্কুটার তৈরির কাজ শুরু হলেই গড়াবে ওলার চাকা। দেশের মাটিতে তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার আনবে ওলা। ইতিমধ্যেই তার বুকিং ঘিরে চাহিদা বেড়েই চলেছে। কীভাবে বুক করবেন ওলা ইলেকট্রিক স্কুটার ?


বাইক ব্লগারদের খবর অনুযায়ী, সিরিজ এস নাম দিয়ে ভারতে আসছে ওলার প্রথম ইলেকট্রিক স্কুটার। ইতিমধ্যেই তার বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। তবে চাহিদা বেশি থাকায় অনেক ক্ষেত্রেই বুকিংয়ে সমস্যা তৈরি হয়েছে ক্রেতাদের। এবার ইচ্ছুক ক্রেতাদের সুবিধার্থে বেশকিছু পদক্ষেপ নিয়েছে কোম্পানি। যাতে সহজেই স্কুটার বুক করতে পারেন ক্রেতারা। ৪৯৯ টাকা রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের মূল্য।


মাত্র ৬টা ধাপ পেরোলেই স্কুটার বুক


প্রথমে olaelectric.com-এ লগ ইন করুন। এবার ‘Reserve for Rs 499’ বাটন প্রেস করুন।
এবার নিজের মোবাইল নম্বর দিন। যাচাইয়ের ক্যাপচা বক্স পূরণ করে নেক্সট বটনে ক্লিক করুন।
মোবাইলে যে ওটিপি এসেছে তা লিখে ফের নেক্সট বাটন ক্লিক করুন। 
এবার একটা ডায়লগ বক্স খুলে যাবে আপনার সামনে। যেখানে ‘Total Payable – Rs 499’ টাকা দিতে তিনটে অপশন দেওয়া হবে। ডেবিট/ক্রেটিড কার্ড ছাড়াও ইউপিআই ও নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে বুকিংয়ের টাকা।
পছন্দের পেমেন্ট অপশনে ক্লিক করে টাকা জমা দিন।
একবার টাকা ঠিকমতো জমা পড়লে স্কুটার বুকিংয়ের কাস্টমার আইডি পেয়ে যাবেন ক্রেতারা। ইমেল অথবা আপনার মোবাইল নম্বরে এই বিষয়ে বিস্তারিত চলে আসবে। 


বুকিংয়ের টাকা ফেরত ও অর্ডার ট্রান্সফার


কোনও কারণে বুকিংয়ের পর ক্রেতা স্কুটার কিনতে না চাইলে পুরো টাকা ফেরত পাবেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন। সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে।