নয়াদিল্লি: এবার ওলা ইলেকট্রিক স্কুটারের রেকর্ড বুকিংয়ের প্রশংসায় ট্যুইট করলেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা। নতুন মাইলফলক গড়ার পাশাপাশি ওলার কর্ণধারের সাহসকে কুর্ণিশ জানালেন তিনি।
ওলা ইলেকট্রিক স্কুটারের বুকিং ঘিরে শোরগোল পড়ে গিয়েছে ভারতীয় বাজারে। কোম্পানি দাবি করেছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের বুকিং এক লক্ষ ছুঁয়েছে। নিজেই ট্যুইট করে এই দাবি করেন ওলার গ্রুপ সিইও ভাবিশ অগ্রবাল। ওলা ইলেকট্রিকের এই অভূতপূর্ব সাড়ার পরই মুখ খুলেছেন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান।
এই প্রসঙ্গে ট্যুইট করে আনন্দ মহিন্দ্রা বলেন, ''পরবর্তীকালে স্কুটারের কী হয়, সেটা দেখবার বিষয় নয়। এটা দেখে ভালো লাগছে যে সাহস ও ঝুঁকি নেওয়ার পুরস্কার পেয়েছে ওলা। ভাবিশের মতো লোকসানের ভয় না পেয়ে আরও উদ্যোগপতিরা তাকে অনুসরণ করুক। তবেই আরও বড় উদ্ভাবন দেখতে পাবে ভারত।''
তবে এই প্রথমবার নয়। প্রায়শই সাময়িক প্রসঙ্গ নিয়ে ট্যুইট করেন আনন্দ মহিন্দ্রা। এবার ভারতের অন্যতম অটো জায়ান্টের মুখে শোনা গেল ওলার প্রসঙ্গ। শনিবারই ওলার রেকর্ড বুকিং নিয়ে ট্যুইট করেন ভাবিশ। তিনি বলেন, ''ওলা ইলেকট্রিক স্কুটারের প্রতি দেশবাসীর এই আগ্রহ দেখে আমি অভিভূত। এই সাড়াই প্রমাণ করে আগামী দিনে ইলেকট্রিক ভেহিকেলের দিকে ঝুঁকতে চলেছে দেশ।যারা ওলা স্কুটার বুক করেছেন , তাদের অসখ্য ধন্যবাদ জানাই। তবে এটা কেবলই শুরু।''
আগামী সপ্তাহেই ওলা ইলেকট্রিক স্কুটার বাজারে আনতে পারে কোম্পানি। অন্তত বিভিন্ন টেক সাইটে তেমনই আশা করছে অটো ব্লগাররা। দেশের বর্তমান ইলেকট্রিক স্কুটারের বাজার বলছে, জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশে সব মিলিয়ে ৩০ হাজার ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে। মূলত, ওলা ইলেকট্রিকের প্রতি আগ্রহ থেকেইঅন্য কোনও কোম্পানির দিকে নাও ঝুঁকতে পারেন গ্রাহকরা।
সিরিজ এস নাম দিয়ে ভারতে আসতে পারে ওলার প্রথম ইলেকট্রিক স্কুটার। ইতিমধ্যেই তার বুকিং শুরু করে দিয়েছে কোম্পানি। ৪৯৯ টাকা রাখা হয়েছে ওলা ইলেকট্রিক স্কুটার বুকিংয়ের মূল্য।কোনও কারণে বুকিংয়ের পর ক্রেতা স্কুটার কিনতে না চাইলে পুরো টাকা ফেরত পাবেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন।সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে।