নয়াদিল্লি: দু'চাকায় পাওয়া যাবে চার চাকার সুবিধা। ওলা ইলেকট্রিক স্কুটারে (Ola Electric scooter) দেওয়া হয়েছে 'রিভার্স মোড'। ফলে মুখ সামনে থাকলেও উল্টে দিকে চলতে পারবে গাড়ি। 


একের পর এক চমক। এবার ওলা স্কুটারের নতুন ফিচার জানালেন কোম্পানির কর্ণধার। রিভার্স মোডেও চালানো যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। এই বিষয়ে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন ওলার চেয়ারম্যান তথা গ্রুপ সিইও ভাবিশ অগ্রবাল(Bhavish Aggarwal)। তিনি বলেন, ''উল্টো দিকেও অবিশ্বাস্য গতিতে ছুটতে পারবে স্কুটার। তাই মাত্র ৪৯৯ টাকায় স্কুটার বুক করুন। ১৫ অগাস্ট সবার সঙ্গে দেখা হচ্ছে।''


ওলা স্কুটারের বুকিং


ইতিমধ্যেই দেশের হাজারেরও বেশি শহর থেকে ওলা ইলেকট্রিক স্কুটারের বুকিং হয়েছে। কোম্পানির দাবি, ২৪ ঘণ্টার মধ্যেই এই ইলেকট্রিক স্কুটারের বুকিং এক লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ৪৯৯ টাকায় বুকিং করা যাচ্ছে ওলা ইলেকট্রিক স্কুটার। চাইলে ক্রেতা বুকিংয়ের পরও টাকা ফেরত নিতে পারেন। সেক্ষেত্রে অর্ডার বাতিলের ৭ থেকে ১০ দিনের মধ্যে তার অ্যাকাউন্টে টাকা চলে আসবে। কেউ এই বুকিং অন্য কারও নামে ট্রান্সফার করতে চাইলেও তা করতে পারেন। সেক্ষেত্রে support@olaelectric.com-এ অনুরোধ করে সেই ইমেল পাঠাতে হবে ক্রেতাকে।


স্কুটারের সম্ভ্যাব্য স্পেসিফিকেশন


অটো ব্লগারদের মতে, স্বাভাবিক চার্জে ১০০-১৫০ কিলোমিটার রেঞ্জ দেবে ওলা ইলেকট্রিক স্কুটার। রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া হয়েছে ওলায়। স্কুটারে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কন্ট্রোল ছাড়াও অ্যালয় হুইল, টেলিস্কোপিক সাসপেনশন। বিভিন্ন অটো সাইটগুলোর খবর বলছে, ইতিমধ্যেই Series S, S1 ছাড়াও S1 Pro নামে ট্রেডমার্ক নিয়েছে কোম্পানি। সম্ভবত এই নামে মডেল ভ্যারিয়েন্ট আনতে চলেছে ওলা।


ওলা ইলেকট্রিক স্কুটারের রং


সম্প্রতি স্কুটারের রং সামনে এনেছে কোম্পানি। ১০ রঙে পাওয়া যাবে ওলা ইলেকট্রিক স্কুটার। ম্যাট ও গ্লসি ফিনিশ দুই ভ্যারিয়েন্টে দেখা যাবে এই দু'চাকা। সাদা, কালো ছাড়াও রয়েছে হলুদ, লাল, গোলাপি রঙের বাহার। এ ছাড়াও অফিসিয়াল কালার হিসাবে শোভা পাচ্ছে সিলভার, হোয়াইট, ম্যাট ব্ল্যাকের মতো রং।