Stock Market: ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অর্থাৎ গতকাল ওলা ইলেকট্রিকের শেয়ারে দারুণ উত্থান দেখা গিয়েছে। শুধু তাই নয়, দুটি বিদেশি ব্রোকারেজ হাউজ বিনিয়োগকারীদের ওলা ইলেকট্রিক মোবিলিটি লিমিটেডের শেয়ার কেনার (Ola Electric Share) পরামর্শ দিয়েছে। আর তারপরেই এই শেয়ারে ১০ শতাংশ লাফ দেখা গিয়েছে এবং আপার সার্কিটে ছিল এই শেয়ার (Stocks to Buy)। ৯.৬৩ শতাশ বেড়ে গতকাল এই সংস্থার শেয়ার ১১৭.৬৩ টাকায় বন্ধ হয়েছে।


বিদেশি ব্রোকারেজ হাউজ গোল্ডম্যান স্যাক্স ওলা ইলেকট্রিকের শেয়ারের কভারেজ রিপোর্টে বিনিয়োগকারীদের জন্য টার্গেট প্রাইস রেখেছে ১৬০ টাকার স্তরে। গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে যে দীর্ঘমেয়াদে ভারতে বৈদ্যুতিন টু হুইলারের চাহিদা ক্রমেই বাড়বে এবং এই চাহিদা বাড়ার কারণে ওলা ইলেকট্রিকের ব্যবসা আরও সমৃদ্ধ হবে। এছাড়াও আভ্যন্তরীণ ব্যাটারি সেল উৎপাদনের কারণে আগামী বছরেই স্টকের দামে ব্যাপক উত্থান দেখা যাবে। ২০২৩-২৪ থেকে ২০২৯-৩০ অর্থবর্ষ পর্যন্ত এই সংস্থার বার্ষিক রেভিনিউ ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।


বিওএফএ সিকিউরিটিজ বিনিয়োগকারীদের ওলা ইলেকট্রিক মোবিলিটির স্টক ১৪৫ টাকার টার্গেট প্রাইস রেখে কেনার পরামর্শ দিয়েছে। এই ব্রোকারেজ ফার্মের মতে এই ওলা ইলেকট্রিক সংস্থা ভারতের বৃহত্তম বৈদ্যুতিন টু-হুইলার নির্মাণকারী সংস্থা যার মার্কেট শেয়ার ৪০ শতাংশ। এছাড়া ইলেকট্রিক টু-হুইলারের দাম এখন পেট্রোল চালিত স্কুটারের থেকেও কমে গিয়েছে।


আর এই রোকারেজ ফার্মের বাই কল দেওয়ার কারণে ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম অনেকটাই বেড়ে গিয়েছে কাল। এইচএসবিসি এর আগেই ওলার শেয়ার কেনার পরামর্শ দিয়েছিল এবং টার্গেট প্রাইস দিয়েছিল ১৪০ টাকায়। সম্প্রতি ওলা ইলেকট্রিক তাদের নতুন তিন ই-বাইক বাজারে নিয়ে এসেছে। ২০২৪ সালের অগাস্ট মাসে এই সংস্থার আইপিও এসেছিল বাজারে। তালিকাভুক্তির পর থেকেই এই শেয়ারটি বিনিয়োগকারীদের শক্তিশালী রিটার্ন দিয়েছে। আইপিওর ইস্যু প্রাইস ছিল ৭৬ টাকা, সেখান থেকে এই শেয়ারের দাম বেড়েছে ৫৫ শতাংশ।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)


আরও পড়ুন: Special FD Schemes: বিশেষ FD স্কিমের সময়সীমা শেষ হচ্ছে শীঘ্রই, কবে লাস্ট ডেট জানেন ?