চেন্নাই: প্রায় এক মাসের বিরতি শেষে ফের আন্তর্জাতি ক্রিকেটে অভিযান শুরু করতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian crickket Team)। চেন্নাই টেস্টে বৃহস্পতিবার থেকে খেলতে নামবে ২ দল। কেমন হতে পারে রোহিত শর্মার (Rohit Sharma) ভারতীয় একাদশ? আপাতত সূত্রের খবর, দলের একাদশ থেকে বাদ পড়তে পারেন টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ভারতীয় ক্রিকেটার। 


আপাতত যা খবর, তাতে ভারতের মাটিতে বোলিং বিভাগে ৩ জন স্পিনার ও ২ জন পেসার নিয়ে খেলতে নামবে ভারতীয় দল। তাতে খুব সম্ভবত তিন স্পিনার হিসেবে থাকবেন রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব ও রবীন্দ্র জাডেজা। পেস বোলিং বিভাগে জসপ্রীত বুমরার সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ। সেক্ষেত্রে হয়ত অক্ষর পটেলকে একাদশের বাইরে বসতে হতে পারে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অক্ষর পটেল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভারতের চ্যাম্পিয়ন হওয়ার পথে। 


এদিকে টেস্ট সিরিজে ফিরতে চলেছেন ঋষভ পন্থও। ২০২২ সালের ডিসেম্বরে গাড়ি দুর্ঘটনার পর থেকে আর টেস্টের আঙিনায় দেখা যায়নি ঋষভ পন্থকে। তাঁর বদলে ধ্রুব জুড়েল সুযোগ পেয়েছিলেন। যেই সুযোগ কাজেও লাগিয়েছিলেন তিনি। কিন্তু পন্থ ফিরে আসায় এবার তাঁকে হয়ত ফের রিজার্ভ বেঞ্চেই বসতে হবে। ঠিক যেমন কে এল রাহুল ফিরে আসায় একাদশের বাইরে বসতে হতে পারে সরফরাজ খানকে। অন্য়দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাডেজাকে। 


বাংলাদেশ সিরিজ়ের আগে প্রাক সাংবাদিক সম্মেলনে রোহিত শর্মা বলেন, 'চেন্নাইয়ে আমাদের বেশ ভাল একটা প্রস্তুতি শিবির হয়েছে যেখানে আমরা বেশ খানিকটা সময় কাটিয়েছি। কয়েকজন তো সদ্য দলীপ ট্রফিও খেলেছে। আমরা এই সিরিজ়ের জন্য প্রস্তুত। সব দলোওই ভারতকে হারাতে পারলে মজা পায়। তবে আমরা এইসব নিয়ে চিন্তুত নই। সে তো এ বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ় নিয়েও কতকিছুই না বলা হয়েছিল। আমরা শুধু মনযোদ দিয়ে নিজেদের কাজটা করে গিয়েছি।' 


হিটম্য়ান আরো বলেন, ''দেশের হয়ে খেলার সময় প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। এটা কোনওভাবেই অস্ট্রেলিয়া সিরিজ়ের জন্য ড্রেস রিহার্সাল নয়। এই সিরিজ়ের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট জয়ের সুযোগ রয়েছে। সেই কারণেই মরশুমের শুরুটা তো ভালভাবে করাটা আবশ্যক।''


আরও পড়ুন: টেস্টের টানা সূচি, বোলারদের ওয়ার্কলোড ম্য়ানেজমেন্ট ইস্য়ুতে কী বলছেন রোহিত?