Ola S1 electric fire: এবার ওলা ইলেকট্রিক স্কুটারের সুরক্ষা নিয়ে উঠল প্রশ্ন। Ola S1 electric-এ আগুনকে কেন্দ্র করে এই প্রশ্ন উঠছে। এই নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া দেয়নি কোম্পানি।


Ola S1 electric fire: কী থেকে এই আগুন ?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। পুনেতে পার্ক করা ছিল এই স্কুটার। এক সময় স্কুটার থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন সহ বিস্ফোরণ ঘটে Ola S1 electric-এ। নিমেষে জ্বলতে শুরু করে স্কুটার। তবে পার্কিংয়ে থাকার কারণে কোনও ক্ষতি হয়নি মালিকের। 


Ola S1 electric fire:কী নিয়ে প্রশ্ন তুলছে সবাই ? 
ওলা স্কুটারের এই ঘটনা বৈদ্যুতিক স্কুটারের নিরাপত্তা নিয়েই তুলছে প্রশ্ন। অনেকেই বলতে শুরু করেছেন, জ্বালানির খরচ কমাতে গিয়ে উল্টে বিপদ ডেকে আনছেন না তো ? এই স্কুটারগুলিতে সবথেকে চিন্তার বিষয় এর ব্যাটারি। ওলা স্কুটারে আগুন শর্ট সার্কিট বা লিথিয়াম-আয়ন ব্যাটারি অতিরিক্ত গরমের কারণে হতে পারে। এই ধরনের ঘটনাগুলি ভুল চার্জার, অতিরিক্ত চার্জের ফলেও ঘটতে পারে।ব্যাটারি ঠান্ডা করার ব্যবস্থার অভাবের কারণে হতে পারে এই ঘটনা। Ola বিষয়টির তদন্ত শুরু করেছে। 


Ola S1 electric fire: কী করে নিরাপদ হতে পারে ইলেকট্রিক স্কুটার ?
এই ধরনের স্কুটার বাজারে আনার ক্ষেত্রে সবার আগে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা প্রয়োজন। তবেই নিরাপদ থাকবেন চালক ও যাত্রী। নতুন ইলেকট্রিক টু-হুইলার কোম্পানিগুলির ইভি সুরক্ষার জন্য কঠোর নিয়ম বা ব্যবস্থা নেওয়া উচিত।Ola স্কুটারে আগুন লাগার আসল কারণ কোম্পানির তদন্তের কয়েক দিনের মধ্যে প্রকাশ করা উচিত। তবেই এটি ক্রেতাদের মনে সন্দেহ দূর করতে সমর্থ হবে। বৈদ্যুতিক স্কুটারগুলি মেনটেন্যান্স কস্ট কম। তাই এগুলির দিকে ঝুঁকছে দেশ। তবে বৈদ্যুতিক স্কুটারের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলে চিন্তা বাড়বে ক্রেতার। যার ফলে আদতে ক্ষতিগ্রস্ত হবে পুরো ইলেকট্রিক স্কুটার বা বাইক শিল্প।