Stock Market News: অলটাইম হাই অর্থাৎ সর্বোচ্চ স্তর থেকে ৭২ শতাংশ ধস নেমেছে এই স্টকে। গত অগাস্ট ২০২৪-এ সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল এই সংস্থার শেয়ারের দাম আর আজ তা নেমে এসেছে ৭২ শতাংশ নিচে। ১৫৭.৪০ টাকার অলটাইম হাই থেকে এই স্টক এখন ট্রেড করছে ৪৩.১৬ টাকায়। ২৫ জুন এই স্টক তাঁর সর্বনিম্ন স্তরে এসে গিয়েছে। অথচ ২০২৪ সালে এই সংস্থার আইপিও আসার সময়ে এই শেয়ারের দাম ছিল ৭৫ টাকা যা মাত্র ৬ দিনের মধ্যেই পৌঁছে গিয়েছিল ১৫৭.৪০ টাকায়। তারপর থেকে ক্রমাগত পতনের দিকেই ছুটেছে এই স্টক, রিকভারি এখনও দেখা যায়নি। সংস্থার নাম ওলা ইলেকট্রিক মোবিলিটি।
২৫ জুন ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সংস্থার শেয়ারের দাম সর্বকালের সর্বনিম্ন স্তরে এসে নামে ৪৩.১৬ টাকায়। এর ফলে সংস্থার শেয়ারের ০.৮ অংশ ব্লক ডিল হয়েছিল। জুন মাসের শুরুতে ৭৩১ কোটি টাকার একটি বৃহৎ ব্লক ডিলে ১৪.২২ কোটি শেয়ার বিনিময় হয়েছিল যা কিনা সংস্থার মোট শেয়ারের ৩.২৩ শতাংশের সমান। এই ব্লক ডিলে শেয়ারের গড় মূল্য ছিল ৫১.৪০ টাকা করে। বাজারের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই লেনদেনে হুন্ডাই মোটর সংস্থা স্টেক বিক্রি করেছিল।
চতুর্থ ত্রৈমাসিকের দুর্বল পারফরম্যান্স
এই স্টকের দামে ব্যাপক ধস নামার মূল কারণ হল ২০২৫ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার খারাপ পারফরম্যান্স। ওলা ইলেকট্রিক সংস্থা ৮৭০ কোটি টাকার লোকসানের খবর জানিয়েছিল, যা এর আগের বছর একই ত্রৈমাসিকে ৪১৬ কোটি লোকসানেরও বেশি। অপারেশন থেকে রেভিনিউ ইয়ার অন ইয়ার ভিত্তিতে ৬২ শতাংশ পড়ে গিয়েছে ৬১১ কোটি টাকায়। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে যেখানে এই সংস্থা ১.১৫ লক্ষ গাড়ি ডেলিভারি করেছিল সেখানে এই বছর একই ত্রৈমাসিকে গাড়ি ডেলিভারি হয়েছে ৫১,৩৭৫ ইউনিট।
অটো EBITDA মার্জিন আগের বছর যেখানে ছিল -৯.৩ শতাংশ তা এই বছর আরও কমে হয়েছে -৭৮.৬ শতাংশ। এত নেতিবাচক দিক সত্ত্বেও ওলা মোবিলিটির গ্রস মার্জিন খানিক হলেও বেড়েছে ১৯.২ শতাংশ। এর মূল কারণ হল সংস্থার জেন-২ মডেলের থেকে জেন-৩ মডেলে বেশি ফোকাস রাখা যা ২০ শতাংশ বেশি শক্তি দেয় ১১ শতাংশ কম খরচে।
এই স্টকের আরএসআই এখন ৩০-এর কাছাকাছি অর্থাৎ টেকনিক্যাল বিশ্লেষণে এই স্টক এখন ওভারবট অবস্থানে আছে যা কিনা একটি শক্তিশালী রিভার্সালের লক্ষণ হতে পারে। ফলে স্বল্পমেয়াদের জন্য এই স্টক কেনা যায়, তবে এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ জরুরি।
( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)