Ola International Business: ভারতে ক্যাব পরিষেবার ক্ষেত্রে ওলা একটি বৃহৎ সংস্থা বলা চলে। সম্প্রতি জানা গিয়েছে এই সংস্থা তাঁর আন্তর্জাতিক স্তরের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে ব্যবসা (Ola International Business) গুটিয়ে নিচ্ছে ওলা। শুধুমাত্র ভারতের উপরেই এবার নজর থাকবে এই ক্যাব জায়ান্ট সংস্থার। ২০১১ সালে ভবিশ আগরওয়াল এবং অঙ্কিত ভাটি শুরু করেছিলেন এই সংস্থা। ২০১৮ সালে অস্ট্রেলিয়া ও ব্রিটেনে শুরু হয় এই সংস্থার ব্যবসা। আর কিছুদিনের মধ্যেই ৫৫০০ কোটি টাকার আইপিও বাজারে আনতে চলেছে এই সংস্থা।


আগামী ১২ এপ্রিল বন্ধ হয়ে যাবে ওলার পরিষেবা


বিগত ৬ বছর ধরে ব্রিটেন, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে পরিষেবা দিয়ে আসছিল ওলা। তবে এবার আইপিও আসার আগে ওলা চায় ভারতের বুকে ব্যবসার দিকে বেশি নজর দিতে। এখন থেকেই ওলা তাঁর ব্যবহারকারীদের (Ola International Business) জানাতে শুরু করেছে এই ব্যবসা বন্ধ করে দেওয়ার ব্যাপারে। অস্ট্রেলিয়ায় আগামী ১২ এপ্রিল থেকে আর ওলা পরিষেবা পাওয়া যাবে না বলেই জানা গিয়েছে সংস্থার তরফে। উবেরের সঙ্গে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করছিল এই সংস্থা। এই দেশগুলিতে বন্ধ হলেও এবার সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, গোল্ড কোস্ট, পার্থ, অ্যাডেলেইড এবং ক্যানবেরায় পাওয়া যাবে এই ওলার পরিষেবা।


২০২০ সাল থেকেই ওলা লোকাল ড্রাইভার অফিসগুলি বন্ধ করতে এবং কর্মীদের ছাঁটাই করতে শুরু করেছে। ২০২১ সালের পর থেকে অস্ট্রেলিয়ান ওলার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনও পোস্টও নেই ওলার।


এখন ভারতই হল পাখির চোখ


ভারতের বুকেই ব্যবসার (Ola International Business) প্রভূত উন্নতি হতে পারে বলে মনে করছে ওলা সংস্থা। ভারতের শত শত শহরে নিজেদের ব্যবসা বাড়িয়ে তোলার চেষ্টা করছে ওলা। এই সংস্থা বর্তমানে দু-চাকার গাড়ির পরিষেবাও দিচ্ছে। আর ক্রমেই বৈদ্যুতিন গাড়ির বাজার গড়ে উঠবে ভারতে আর সেভাবেই নিজেদের ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করেছে এই সংস্থা। বাইরের দেশে ব্যবসা বন্ধ করে এবার দেশে ব্যবসা বাড়িয়ে তুলতে চাইছে ওলা।


ওলার এখন বাজার মূল্য ৫.৪ বিলিয়ন ডলার


ভারতের একটি অন্যতম হাই প্রোফাইল স্টার্ট আপ ওলার বাজারমূল্য এখন জানা গিয়েছে ৫.৪ বিলিয়ন ডলার। টিম সেক, টাইগার গ্লোবাল, ওয়ারবার্গ পিনকাস ইত্যাদি সংস্থা ওলাতে বিনিয়োগ করে রেখেছে। ২০২৩ সালে এই সংস্থা আইপিওর জন্য নথি জমা করেছে সেবির কাছে। এর মাধ্যমে বাজারে ৫৫০০ কোটির শেয়ার নিয়ে আসবে ওলা।   


আরও পড়ুন: Gold Price: তিন দফায় দাম বাড়ার পরে আজ কত হেরফের সোনার দামে ? পয়লা বৈশাখের আগে কত চলছে রেট ?


Car loan Information:

Calculate Car Loan EMI