Zomato Platform Fee: ইটারনাল সংস্থার অধীনস্থ অনলাইন ফুড ডেলিভারি অ্যাপ জোমাটোতে খাবার অর্ডার দিতে গেলে এবার বাড়বে খরচ। আবারও একবার প্ল্যাটফর্ম ফি বাড়িয়েছে সংস্থা। প্রতি অর্ডারে এবার দিতে হবে বেশি টাকা। ১০ টাকা থেকে এবার জোমাটোর প্ল্যাটফর্ম ফি বেড়ে হল ১২ টাকা। পুজোর আগেই খরচ বাড়ল এই অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে (Zomato Platform Fee) কারণ পুজোর সময়েই ফুড ডেলিভারির মাত্রাও বাড়ে এবং সংস্থার উপর চাপও বেড়ে যায় মাত্রাতিরিক্তভাবে। আর কিছুদিন আগেই সুইগিও তাদের প্ল্যাটফর্ম ফি বাড়িয়ে করেছে ১৪ টাকা। প্রতিযোগিতা বজায় রাখতে তাই জোমাটোও বাড়াল খরচ।
প্রতিদ্বন্দ্বী সংস্থা সুইগিও কিছুদিন আগেই তাদের প্ল্যাটফর্ম ফি বৃদ্ধি করেছে। ক্রমবর্ধমান অর্ডারের দিকে খেয়াল রেখে নির্বাচিত কিছু কিছু পিন কোডে তাদের জিএসটি সহ প্ল্যাটফর্ম ফি ১২ টাকা থেকে বাড়িয়ে (Zomato Platform Fee) করেছে ১৪ টাকা। এই বিষয়ের সঙ্গে পরিচিত ব্যক্তিরা জানিয়েছেন যে এই প্ল্যাটফর্ম ফি অস্থায়ী এবং বাজারে চাহিদা স্থিতিশীল হলে আবার তা কমানো হতে পারে। ২০২৩ সালে প্রথম জোমাটোর অ্যাপে অর্ডার প্রতি ২ টাকা করে প্ল্যাটফর্ম ফি নেওয়া হত। এই ফি ২০২৩ সালেই বেড়ে হল ৩ টাকা। ২০২৪ সালের জানুয়ারিতে এই ফি বেড়ে হয় ৪ টাকা। গত বছরেই ৩ টাকা থেকে ৭ টাকা এবং তারপর অক্টোবর মাসে বেড়ে প্ল্যাটফর্ম ফি দাঁড়ায় ১০ টাকায়।
কুইক কমার্সে বাড়ছে বিনিয়োগ
জোমাটো এবং সুইগি উভয়ই তাদের দ্রুত বাণিজ্য শাখায় আক্রমণাত্মকভাবে বিনিয়োগ করে চলেছে। এপ্রিল-জুন ত্রৈমাসিকে জোমাটোর মূল সংস্থার কনসলিডেটেড নিট মুনাফা ৯০ শতাংশ হ্রাস পেয়েছে আর এক বছর আগে যেখানে এই নিট মুনাফা ছিল ২৫৩ কোটি টাকা তা নেমে এসেছে ২৫ কোটি টাকাতে। তবে রেভিনিউ যদিও বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশ।
অন্যদিকে একই সময়ে সুইগির লোকসান দ্বিগুণ বেড়ে ১১৯৭ কোটি টাকায় পরিণত হয়েছে। আর এর প্রধান কারণ হল তার ইনস্টামার্ট ব্যবসায় ক্রমবর্ধমান বিনিয়োগ। এর পরিচালন আয় ৫৪ শতাংশ বেড়ে ৪৯৬১ কোটি টাকা হয়েছে।
রাপিডোও শুরু করেছে নতুন উদ্যোগ
অনলাইন ফুড ডেলিভারির দুনিয়ায় ভারতে যে বৃহত্তর ডুয়োপলি চলছে সুইগি আর জোমাটোর সেখানে এবার নতুন প্রতিদ্বন্দ্বিতা দিচ্ছে রাপিডো সংস্থাও। সম্প্রতি রাপিডো ভারতের বাজারে এনেছে তাদের নতুন উদ্যোগ ‘ওনলি’। এই প্ল্যাটফর্মটি বর্তমানে বেঙ্গালুরুর কোরামঙ্গলা, এইচএসআর, বিটিএম লেআউট এলাকায় কাজ করছে। জোমাটো এবং সুইগির বিপরীতে যারা রেস্তোরাঁ থেকে ১৬-৩০ শতাংশ কমিশন নেয়, ওনলি সংস্থা সেখানে ৮-১৫ শতাংশের মধ্যেই তাদের কমিশন রেট রাখবে বলেই জানিয়েছে।