কলকাতা: জামাকাপড় থেকে বৈদ্যুতিন গ্যাজেট- দীর্ঘদিন ধরেই এসবের জন্য অনলাইন শপিংয়ে ভরসা করছেন ভারতের বাসিন্দাদের একটা বড় অংশ, বিশেষ করে বড় শহরগুলির বাসিন্দারা। সাম্প্রতিক কালে কুইক কমার্সের হাত ধরে বড়সড় অগ্রগতি হয়েছে অর্থনীতিতে। NielsenIO-এর একটি তথ্য বলছে ৩১ শতাংশ অনলাইন ক্রেতা মুদি-সংক্রান্ত জিনিস কেনাকাটার জন্য ভরসা করছেন ইনস্ট্যান্ট ডেলিভারি প্ল্যাটফর্মের উপর। টপ-আপ পারচেজের জন্য ভরসা করেছেন ৩৯ শতাংশ অনলাইন ক্রেতা।


দিল্লি, গুরগাঁও, নয়ডা, মুম্বই, বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা, লখনউ, লুধিয়ানা, জয়পুর, আহমেদাবাদ, ইনদওর, কোয়েম্বাত্তূর, পটনা এবং ভুবনেশ্বর- এই শহরগুলিতে সমীক্ষা চালানো হয়েছিল। মোট সাড়ে চার হাজার ক্রেতার উপর সমীক্ষা করা হয়েছে। ১৮ থেকে ৬৫ বছর বয়সী ক্রেতারা কোথা থেকে মুদির দৈনন্দিন জিনিসপত্র কেনে তার উপরই সমীক্ষা হয়েছিল।


সমীক্ষা থেকে যে তথ্য় পাওয়া গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, ৪২ শতাংশ ক্রেতা রেডি-টু-ইট মিল কিনতে ভরসা করেন ক্যুইক কমার্সের উপর। আর নোনতা জাতীয় খাবার কিনতে ভরসা করেন ৪৫ শতাংশ ক্রেতা। সমীক্ষায় দেখা গিয়েছে, অফলাইন থেকে অনলাইন সব মাধ্যমেই ক্রেতারা কেনাকাটা করেছেন।  সমীক্ষায় দেখা গিয়েছে অফলাইনে কেনাকাটা যাঁরা করেন তাঁদের অন্তত ২০ শতাংশ ক্রেতা অনলাইনেও কেনাকাটা করছেন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে