কলকাতা: কাজ করতে করতে অফিসেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন এক মহিলা ব্যাঙ্ককর্মী। প্রতিবেদন সূত্রের খবর, অফিসেই চেয়ার থেকে পড়ে যান তিনি। তৎক্ষণাৎ মৃত্যু হয় তাঁর। লখনউতে HDFC-ব্যাঙ্কের ওই কর্মীর বয়স হয়েছিল ৪৫ বছর। কদিন আগেই EY-এর এক কর্মীর মৃত্য়ু ঘিরে হওয়া শোরগোল এখনও থামেনি। তার মধ্যে ফের একই ধরনের ঘটনা।
ANI-কে বিভূতিখণ্ডের এসিপি রাধারমন সিংহ বলেছেন, 'নিহত মহিলা সাদাফ ফতিমা বিভূতিখণ্ডের এইচডিএফসি ব্যাঙ্কের অ্যাডিশনাল ডেপুটি ভিপি ছিলেন। কাজের মধ্যেই রহস্যজনক ভাবে মারা গিয়েছেন তিনি। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। '
এই ঘটনাটি নিয়ে দৈনিক ভাস্করে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন সূত্রের খবর, সহকর্মীরা দাবি করেছেন যে সাদাফের উপর অস্বাভাবিক কাজের চাপ ছিল। কদিন আগেই আর্নেস্ট অ্যান্ড ইয়ং সংস্থার এক মহিলা কর্মী আত্মহত্যা করেছিলেন। কাজের চাপেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনার পর থেকেই ভারতে বেসরকারি চাকরির ক্ষেত্রে ওভারটাইম এবং লাগামছাড়া অতিরিক্ত পরিশ্রমের বিষয়টি নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। তার মধ্যেই এইচডিএফসি ব্যাঙ্কের কর্মীর রহস্যমৃত্যু।
এই ঘটনায় সরব হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। এই ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক বলে মতপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এই ঘটনায় বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থার চিহ্ন তুলে ধরেছে বলেও দাবি করেছে তিনি। X হ্যান্ডলে অখিলেশ যাদব লিখেছেন, 'সব সংস্থা এবং সরকারকে এই বিষয়টি নিয়ে ভাবতে হবে। এটা দেশের মানব সম্পদের অপূরণীয় ক্ষতি। এই ধরনের আকস্মিক মৃত্যু কাজের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলে। কোনও দেশের প্রকৃত অগ্রগতির মাপকাঠি সেবা বা পণ্যের সংখ্যায় বৃদ্ধি নয় বরং এক ব্যক্তি কতটা মানসিকভাবে সুস্থ ও সুখী তার উপর নির্ভরশীল।'
EY-এর পুনে অফিসের এক কর্মীর মর্মান্তিক মৃত্যু ঘিরে শোরগোল শুরু হয়েছে। মাস চারেক আগে EY-এর পুনে অফিসে কাজে যোগ দিয়েছিলেন আনা সেবাস্টিয়ান। তিনি জুলাই মাসে মারা যান। সম্প্রতি তাঁর মা অনিতা সেবাস্টিয়ান EY India-এর চেয়ারম্যানকে একটি চিঠি লিখে একাধিক অভিযোগ করেন। তিনি এটাও দাবি করেছেন যে ওই সংস্থার অতিরিক্ত কাজ করার (Overwork) বিষয়টিকে 'Glorify' করা হয়। আনার বাবার অভিযোগ ছিল, সিনিয়রদের থেকে কাজ নিয়ে প্রবল চাপের মুখে পড়েছিল তাঁর মেয়ে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বক্রী হচ্ছে বৃহস্পতি! তুমুল আলোড়ন এই কয়েকটি রাশির জীবনে