Festive Offers:  উৎসবের মরসুমে অনলাইনে (Online Shopping) কম দামে জিনিস কিনতে গিয়ে বিপদ ডেকে আনতে পারেন আপনি। হতে পারেন বড় প্রতারণার শিকার (Online Scam)। সেই ক্ষেত্রে কীভাবে সঠিক উপায়ে ইনলাইনে কেনাকাটা (Online Buying Tips) করা উচিত তা জেনে নিন।


এই বিষয়গুলি জেনে তবে অনলাইনে কেনাকাটা করুন


১ দামের তুলনা না করে কিনবেন না
অনেক সময় ওয়েবসাইটগুলি কম দাম দেখায় প্রচারের জন্য। কিন্তু ঢুকলে সেই দাম বেশি দেখায়। সেই ক্ষেত্রে আসল দাম দেখে অন্য সাইটগুলিতে আরও কম পাচ্ছেন কিনা যাচাই করুন। তারপরই অর্ডার দিন।


২ রিটার্ন- রিফান্ড না দেখে কিনবেন না
অনেক প্রোডাক্টে রিটার্নের সুবিদা দেওয়া থাকে না। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে এগুলি দেখায় । তাই আগে রিটার্ন ও রিফান্ডের সুবিধা আছে কিনা দেখেই অর্ডার করুন। না হলে বাজে প্রোডাক্টে হাতে পেয়েও রিটার্ন বা রিফান্ডের সুবিধা পাবেন না। 


৩ আসল সাইট না নকল বুঝে নিন
কেনাকাটা করার আগে, নিশ্চিত করুন যে আপনি একটি নামী ই-কমার্স সাইট থেকে কেনাকাটা করছেন। ওয়েবসাইটের নিরাপত্তা সূচকগুলি পরীক্ষা করুন, যেমন "https://" এবং ঠিকানা বারে একটি প্যাডলক আইকন৷ ওয়েবসাইটের নির্ভরযোগ্যতা যাচাই করতে গ্রাহকদের রিভিউ রেটিং দেখে নিন।


৪  প্রোডাক্ট আসল নকল বুঝে নিন
এই ক্ষেত্রে ফ্লিপকার্ট বা অ্যামাজন অ্যাসিওরড বলে পাশে লেখা দেখে নিন। অনলাইন প্লাটফর্ম প্রোডাক্ট নিশ্চিত করলে আপনিও অনেকটাই সুরক্ষিত মনে করবেন। তবে এই ক্ষেত্রেও প্রোডাক্টের ওপর একশো শতাংস নিশ্চিত হবেন না। প্রোডাক্ট পাওয়াকর পর তা কিউআর কোড দিয়ে যাচাই করুন।


৫ কীভাবে টাকা দেবেন, গোপনীয়তা বজায় রাখুন
এই ক্ষেত্রে লেনদেনের জন্য ডেবিট, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং ব্যবহার করার সময় সতর্কতা অবলম্বন করুন। অননুমোদিত লেনদেনের ঝুঁকি কমাতে ই-কমার্স সাইটে টাকার লেনদেনের বিবরণ সংরক্ষণ করা এড়িয়ে চলুন। ই-কমার্স সাইটগুলি লেনদেনের জন্য যা প্রয়োজন তার বাইরেও ব্যক্তিগত বিবরণের জন্য অনুরোধ করতে পারে। অত্যধিক ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না।  


৭ ফিশিং স্ক্যাম থেকে সতর্ক থাকুন
উৎসবের মরসুমে ফিশিং স্ক্যাম বেড়ে যায়। সন্দেহজনক ইমেল বা বার্তাগুলিতে ক্লিক করা এড়িয়ে চলুন। ইমেলের লিঙ্কগুলিতে ক্লিক না করে সরাসরি আপনার ব্রাউজারের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটগুলি দেখুন। সেখান থেকেই কিনুন।


Small Savings Schemes: স্বল্প সঞ্চয়ে নতুন সুদের হার ঘোষণা, সুকন্যা সমৃদ্ধি, পিপিএফে এবার কত পাবেন ?