নয়া দিল্লি: সুনীতা উইলিয়ামসকে পৃথিবীতে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছল SpaceX-এর মহাকাশযান। আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদে অবতরণ স্পেস এক্সের মহাকাশযানের। এই মহাকাশযানেই পৃথিবীতে ফিরবেন স্পেস স্টেশনে আটকে পড়া সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। 


আন্তর্জাতিক স্পেস স্টেশনের দায়িত্বে এখন সুনীতা, তিনি পৃথিবী থেকে আসা অভিযাত্রীদের স্বাগত জানিয়েছেন। যদিও এখনও আসতে দেরি আছে সুনীতা-বুচদের। আগামী ফেব্রুয়ারিতে সুনীতাদের নিয়ে পৃথিবীতে ফিরবে স্পেস এক্সের মহাকাশযান। 


Crew-9 মিশনের অন্তর্গত এই স্পেস ক্যাপসুলটি শনিবার (২৮ সেপ্টেম্বর) ফ্লোরিডার Cape Canaveral Space Force Station থেকে উৎক্ষেপণ করা হয়। সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, এই মহাকাশযানে চেপেই নাসার দুই মহাকাশচারী নিক হগ এবং রাশিয়ার কসমোনট আলেকজান্ডার গরবুনোভ মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। ওই যানে চেপেই পৃথিবীতে ফেরার কথা রয়েছে সুনীতা উইলিয়মসের। 


 






 


ভারতীয় বংশোদ্ভূত সুনীতা ও ব্যারি উইলমোর, গত ৫’ই জুন বোয়িং সংস্থার স্টার লাইনার মহাকাশ যানে রওনা হন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে। আট দিনের জন্য সেখানে থাকার পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু মহাকাশ যানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় তাঁদের ফেরা আটকে যায়।


গত ৬ জুন থেকে তাঁরা আটকে রয়েছেন আইএসএসে। আট দিন পরে ফেরার কথা থাকলেও পারেননি। বোয়িং সংস্থার যে স্টারলাইনার মহাকাশযানে চেপে তাঁরা গিয়েছিলেন সেখানে, সেই যানে কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা গিয়েছিল। হিলিয়াম গ্যাস লিক করছিল বলে কাজ শেষ হয়ে গেলেও তাতে চেপে পৃথিবীতে ফিরতে পারেননি সুনীতারা।


২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সুনীতাদের ফেরাতে অভিযান শুরু হওয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় হেলেনের কারণে ফ্লোরিডায় আবহাওয়া খুব খারাপ ছিল। সেই কারণে মহাকাশে পাড়ি দিতে পারেনি নাসা এবং স্পেসক্রাফটের মহাকাশযান।                                                           



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে