OpenAI: চ্যাটজিপিটি বাজারে আসার পর থেকেই শুরু হয়েছে এই প্রশ্ন। প্রযুক্তির অত্যাধুনিক চ্যাটবট কি চাকরি কাড়বে সব সেক্টরে ? যা নিয়ে এবার মুখ খুলেছেন ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান। এক সাক্ষাত্কারে স্যাম বলেছেন, চ্যাট জিপিটি-র (ChatGPT) কারণে সাম্প্রতিক সময়ে অনেকেই তাদের চাকরি হারাতে পারেন। জেনে নিন, কারা রয়েছে ছাঁটাইয়ের তালিকায়।
এঁরা শীঘ্রই তাদের চাকরি হারাতে পারেনএকটি পডকাস্ট সাক্ষাত্কারে, ওপেন এআই-এর সিইও স্যাম অল্টম্যান বলেছেন, চ্যাট জিপিটি-র কারণে প্রচুর মানুষ চাকরি হারাতে পারেন। যারা গ্রাহক সহায়তা পরিষেবার সাথে যুক্ত, তাদের চাকরিতে সবার আগে এআই-এর হস্তক্ষেপ দেখা যাবে।
চ্যাট জিপিটি কৃত্রিম বুদ্ধিমত্তার উপর ভিত্তি করে তৈরি করা একটি চ্যাটবট, যাতে সর্বজনীনভাবে ডেটা রাখা হয়েছে। এই চ্যাটবটটি সেকেন্ডে আপনার জন্য কবিতা, অনুচ্ছেদ, ইমেল ইত্যাদি অনেক কিছু তৈরি করতে পারে। Open AI সম্প্রতি GPT 4 লঞ্চ করেছে, Chat GPT-এর একটি নতুন সংস্করণ। বর্তমানে নতুন সংস্করণটি কেবল চ্যাট জিপিটি প্লাস গ্রাহকদের জন্য প্রকাশ করা হয়েছে। নতুন সংস্করণটি আগের চেয়ে আরও উন্নত । এতে গ্রাহকরা ফটোর মাধ্যমেও প্রশ্ন করতে পারে।
সম্প্রতি ওপেন রিসার্চ অ্যান্ড ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়া একটি রিপোর্ট প্রকাশ করেছিল যাতে বলা হয়েছিল, AI এর কারণে চাকরি হারাতে পারেন কারা, কাদের চাকরি নিরাপদ। এখানে রইল সম্পূর্ণ তালিকা...
এদের ওপর পড়বে না এআই এর প্রভাব
Cafeteria AttendantsBartendersDishwashersElectrical Power-Line Installers and RepairersCarpentersPaintersPlumbersMeat, Poultry, and Fish Cutters and TrimmersSlaughterers and Meat PackersStonemasonsAgricultural Equipment OperatorsAthletes and Sports CompetitorsAuto MechanicsCement MasonsCooks
এদের কাজে পড়বে এআই-এর প্রভাব
Court ReportersSimultaneous CaptionersMathematiciansTax PreparersFinancial Quantitative AnalystsWriters and AuthorsWeb and Digital Interface DesignersProofreadersCopy MarkersAccountantsAuditorsNews AnalystsJournalistsAdministrative Assistants
Tech News: প্রিয়জন ঠকালে ধরা পড়বে অচিরেই! সম্প্রতি আপনজনের মন বোঝার রাস্তা দেখিয়েছে ChatGPT। অত্যাধুনিক এই প্রযুক্তিকে হাতিয়ার করেই বুঝতে পারবেন প্রেমিকের হৃদয়। কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর ভর করে জানা যাবে প্রেমিক ঠকাচ্ছে কিনা।
ChatGPT Update: প্রেমে হাবুডুবু খাচ্ছেন আপনি ! আপনজনের মন অন্যদিকে ? কথায় আছে , 'বিশ্বাস না থাকলে প্রেম পূর্ণতা পায় না'। তাই প্রিয়জনকে নিয়ে মনের মধ্যে সন্দেহ থাকলে তা যাচাই করে নিন। অন্যথায় ভবিষ্যতে ভুগতে হবে আপানাকেই। সম্প্রতি প্রিয়জনের মন বোঝার রাস্তা দেখিয়েছে চ্যাটজিপিটি (ChatGPT)। আপনজন ঠকাচ্ছে কিনা জানতে ব্যবহার করতে পারেন প্রযুক্তির দেখানো গোপন পথ।