Pakistan Cyber Attack : ভারতের বিরুদ্ধে যুদ্ধে (India Pakistan War) না পেরে এবার সীমান্ত লাগোয়া ব্যাঙ্কগুলিতে হানা দিচ্ছে পাকিস্তানের হ্যাকাররা (Pakistan Cyber Attack)। মূল্ত, ভারতের অর্থনীতিতে (Indian Economy) বড় আঘাত হানতেই কাজ করছে ইসলামাবাদ।
সীমান্ত লাগোয়া ভারতের ব্যাঙ্কগুলিকে টার্গেট পাকিস্তানের পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানাগুলিতে ইতিমধ্যেই বিমান হামলা চালিয়েছে ভারত। এই হামলায় ক্ষুব্ধ পাকিস্তানও নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গুলি চালাচ্ছে। দুই দেশের মধ্যে উত্তেজনার এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকার ব্যাংকগুলিও তাদের নিরাপত্তা বৃদ্ধি করেছে।
ভারতের ব্যাঙ্কগুলি সাইবার আক্রমণ মোকাবিলায় প্রস্তুতফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এমডি এবং সিইও অশোক চন্দ্র বলেছেন, "আমরা আমাদের সাইবার সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছি। সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য আমরা একটি ওয়ার রুমও তৈরি করেছি, যা 24 ঘণ্টা চালু থাকে। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।" তিনি আরও বলেন, পাকিস্তান সীমান্তবর্তী শাখাগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ও কর্মীদের নিরাপত্তার জন্যও ব্যবস্থা করা হয়েছে।
সাইবার আক্রমণ বিরোধী ব্যবস্থা জোরদারঅন্য একটি সরকারি ব্যাঙ্কের একজন ঊর্ধ্বতন অফিসার বলেন, "যেকোনও সম্ভাব্য আক্রমণ মোকাবিলা করার জন্য ব্যাংকগুলি সাইবার আক্রমণ বিরোধী ব্যবস্থা স্থাপন করেছে। সীমান্তবর্তী অঞ্চলের এটিএমগুলিও টাকায় ভরে রাখা হয়েছে, যাতে গ্রাহকরা কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন।"
ভারত পহেলগাঁওর হামলার প্রতিশোধ নিয়েছে২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী বুধবার ভোররাতে নয়টি সন্ত্রাসী আস্তানায় পিন-পয়েন্ট ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে জৈশ-এ-মহাম্মদের শক্ত ঘাঁটি বাহাওয়ালপুর ও লস্কর-ই-তৈয়বার আস্তানা মুরিদও ছিল ভারতীয় সেনার টার্গেটে। পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। এই হামলার ঠিক ১৫তম দিনে ভারত প্রতিশোধ নিয়েছে।
এনএসই, বিএসই ওয়েবসাইটগুলিও বন্ধ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে ভারতীয় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের মধ্যে সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বিদেশি ব্যবহারকারীদের জন্য তাদের ওয়েবসাইটগুলি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে, বিদেশি বিনিয়োগকারীরা এখনও ভারতীয় বাজারে ব্যবসা করতে পারেন, তবে এখন তাদের ব্রোকারের মাধ্যমে তা করতে হবে।
Pakistan Crisis: পহেলগাঁয়ে জঙ্গি হামলার (Pahelgam Attack) পরই ভারতের নিশানায় পাকিস্তান (India Pakistan War)। অপারেশন সিঁদুর-এর পর থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে চলেছে ইসলামাবাদ। যার ফল ভুগতে হচ্ছে শেহবাজ শরিফের (Shehbaz Sharif) দেশকে। তলানিতে থাকা অর্থনীতির (Pakistan Economy) পর এবার দ্রুত ফাঁকা হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। দ্রুত দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান।
ভারতের কূটনৈতিক পদক্ষেপে পঙ্গু পাকিস্তানজম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তা পাকিস্তানের ইতিমধ্যেই অর্থনীতিকে আরও পঙ্গু করে দিয়েছে। কেবল তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত প্রভাবিত হচ্ছে না, বরং এই উত্তেজনার কারণে তারা যা আয় করছিল তাও এখন ফুরিয়ে যাচ্ছে। ভারতের কূটনৈতিক পদক্ষেপে হতাশ হয়ে পাকিস্তান ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যা করে তারা নিজের পায়ে কুড়াল মেরেছে।