নয়াদিল্লি: পাকিস্তানে স্ট্রাইক এখনও শেষ হয়নি। Operation Sindoor চলছে বলে সর্বদল বৈঠকে জানালেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। বিরোধী দলগুলির সঙ্গে কেন্দ্রীয় সরকারের বৈঠকের পর এমনই তথ্য উঠে আসছে। দিল্লি সূত্রে খবর, বৈঠকে বিরোধীদের রাজনাথ জানান, সংঘাত বাড়ানোর কোনও ইচ্ছা নেই ভারতের। কিন্তু Operation Sindoor অভিযান এখনও শেষ হয়নি, চলছে। (Operation Sindoor)

Continues below advertisement

পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে সেনা অভিযান চালিয়েছে ভারত। বৃহস্পতিবার সেই নিয়ে কংগ্রেস, তৃণমূল, আম আদমি পার্টি-সহ বিরোধী দলগুলির সঙ্গে বৈঠকে বসে সরকার। সেখানেই বিরোধীদের রাজনাথ এমন তথ্য দেন বলে জানা যাচ্ছে। দিল্লি সূত্রে খবর, নিরাপত্তার স্বার্থে খুঁটিনাটি প্রকাশ করা সম্ভব না হলেও, কিছু তথ্য তুলে ধরা হয়েছে। জানানো হয়েছে, Operation Sindoor এখনও চলছে। তবে পাকিস্তান উস্কানি না জোগালে ভারত নিজে থেকে কোনও পদক্ষেপ করবে না। (Rajnath  Singh)

সর্বদল বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু। তাঁর গলাতেও একই সুর ধরা পড়ে। তিনি বলেন, "প্রতিরক্ষামন্ত্রী বিরোধী শিবিরের নেতাদের জানিয়েছেন যে, অভিযান এখনও চলছে, তাই সব তথ্য় দেওয়া সম্ভব নয় এখনই।"

Continues below advertisement

সর্বদল বৈঠক নিয়ে যে যে তথ্য সামনে আসছে, সেই অনুযায়ী, পাকিস্তানে গতকাল যে স্ট্রাইক চালায় ভারতের সশস্ত্র বাহিনী, তাতে ১০০ জঙ্গির মৃত্যু হয়েছে সম্ভবত। তবে এই সংখ্যা বাড়তেও পারে, আবার কমতেও পারে। এখনও পর্যন্ত নিশ্চিত পরিসংখ্যান হাতে আসেনি। তথ্য সংগ্রহের কাজ চলছে বলে জানিয়েছেন রাজনাথ।

পহেলগাঁও হামলার পরও বিরোধীদের নিয়ে সর্বদল বৈঠক করে কেন্দ্র। গতকাল পাকিস্তানে স্ট্রাইক চালানোর পর আজ ফের বৈঠক হয়। রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়গে, সুদীপ বন্দ্যোপাধ্যায়, আসাদউদ্দিন ওয়েইসির বিরোধী শিবিরের মতো নেতা বৈঠকে যান। বৈঠকে নেতৃত্ব দেন রাজনাথ। উপস্থিত ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, এস জয়শঙ্করও। কিন্তু এবারের বৈঠকেও হাজির হননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীরা।

কংগ্রেস নেতা পবন খেরার বক্তব্য, "গোটা বিশ্বকে বার্তা দিতে হলে প্রধানমন্ত্রীর নিজের বৈঠকে যোগ দেওয়া উচিত। আমরা তো বার বার অনুরোধ করছি। ভারত যে ঐক্যবদ্ধ, বিশ্বের কাছে সেই বার্তা যাওয়া উচিত।" এর আগে, পহেলগাঁও হামলার পর যে সর্বদল বৈঠক ডাকা হয়, সেখানেও মোদি উপস্থিত ছিলেন না।