OYO IPO: উদ্যোগপতি রীতেশ আগরওয়াল বেশ কিছুদিন ধরেই তাঁর সংস্থা ওয়োর একটি আইপিও আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি জানা গেল, আবারও নাকি নতুন করে আইপিওর জন্য আবেদন জানাতে পারবে সংস্থা। ওয়ো বাজার নিয়ন্ত্রক সেবির কাছে আইপিওর (Upcoming IPO) জন্য আবেদনের নথি জমা দিয়েছিল এর আগে। কিন্তু পরে সেই আবেদন সংস্থা প্রত্যাহার করে নেয়। ওয়ো (OYO IPO) এখন নতুন করে রি-ফিনান্সিং পরিকল্পনার মাধ্যমে ৪৫০ মিলিয়ন ডলার সংগ্রহের চেষ্টা করছে।


DRHP তুলে নিয়েছে ওয়ো


বাজার থেকে টাকা তোলার জন্য ওয়ো (OYO IPO) দীর্ঘদিন ধরে আইপিও আনার প্রস্তুতি নিচ্ছিল। কয়েকদিন আগেই এই সংস্থা সেবির কাছে জমা দেওয়া রেড হেরিং প্রসপেক্টাসের মাধ্যমে এই প্রত্যাহার করার আবেদন জানিয়েছে ওয়ো। সংস্থাটি প্রথমে বন্ডের মাধ্যমে টাকা তোলার চেষ্টা করবে এবং পরে সেবির কাছে নতুন করে আইপিওর আবেদন জানাবে বলে জানা গিয়েছে।


আইপিওর জন্য নথি জমা দেওয়া হয়েছিল সেবির কাছে


২০২১ সালের সেপ্টেম্বর মাসে ৮৩৪০ কোটি টাকা সংগ্রহের জন্য আইপিও আনার আবেদন জানিয়েছিল ওয়ো (OYO IPO)। তবে বাজার তখন স্থিতিশীল না থাকায় আইপিও আনতে পারেনি সংস্থা। তারপর সংস্থার ভ্যালুয়েশনও অনেক কমানো হয়। ১১ বিলিয়ন ডলার থেকে কমে হয় ৪-৬ বিলিয়ন ডলার।


২০২১ সালে বাজারের উত্থানের কারণে বহু সংস্থাই আইপিও (OYO IPO) নিয়ে এসেছিল তাঁদের। কিন্তু তারপর বেশ কিছু মাসে বাজারের মনোভাব ঘুরে যায় এবং বেশ কিছু আইপিওতে লোকসান হয় বিনিয়োগকারীদের। টেক সংস্থার আইপিওগুলি মুখ থুবড়ে পড়েছিল। আর সেই প্রেক্ষিতেই আইপিও স্থগিত হয়েছিল। পরে আবার বাজার উপরে ওঠে। এখনও সেই র‍্যালি বজায় রয়েছে।


( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )


আরও পড়ুন: Multibagger Stock: ১ বছরে ৩ গুণ বেড়েছে বিনিয়োগকারীদের টাকা, আরও বাড়বে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক ?