উত্তর ২৪ পরগনা: পঞ্চম দফা ভোটের দিনে ব্যারাকপুরের মণ্ডলপাড়ায় ( Barrackpore Lok Sabha Constituency ) বিজেপি নেতা কৌস্তভ বাগচীর গাড়ি ভাঙচুরের অভিযোগ (BJP Leader Koustav Bagchi Attacked)। কৌস্তভকে ঘিরে তৃণমূল কর্মীদের বিক্ষোভ, গো ব্যাক স্লোগান। ১২২ নম্বর বুথের বাইরে জমায়েত দেখে গাড়ি থামান কৌস্তভ। তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি নেতার বচসা বেধে যায়। ধাক্কাধাক্কিও হয়। ফিরে যাওয়ার সময় কৌস্তভের গাড়ি ও তাঁর সঙ্গে থাকা আরেকটি গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ।


ব্যারাকপুরে BJP নেতা কৌস্তভের গাড়ি ভাঙচুর


বিজেপি নেতা কৌস্তভ বাগচীর অভিযোগ, ব্যারাকপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ডের বেশ কয়েকটি বুথে, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা- বহিরাগতরা বুথ জ্যাম করছে। ছাপ্পা ভোট চলছে। আর সেই ছাপ্পা ভোট চলাকালীনই ঘটনাস্থলে পৌঁছন কৌস্তভ। আর ঘটনাস্থলে পৌঁছতেই কৌস্তভের উপর হামলা চালানো হয়। দুটি গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে।


প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছি : কৌস্তভ বাগচি


কৌস্তভ প্রতিক্রিয়ায় জানিয়েছেন, 'খবর পেয়েছিলাম যে, ব্যারাকপুর পৌরসভার শেখ রাজা বলে যে কাউন্সিলর আছেন, তাঁর নের্তৃত্বে একটি জটলা তৈরি হয়েছে। বাইরে থেকে লোকজন এনে জমায়েত করা হয়েছে। এবং সেখানে হিন্দু ভোটার যারা, তাঁদের উপর ভয় ভীতি প্রদর্শন করা হয়েছে। তাঁদের বাড়ি ভেঙে দেওয়া, জ্বালিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। এই খবর পেয়ে আমরা যখন ওখানে যাই, সেখানে আমাকে দেখে সকলে ঘিরে ধরে। আমাদের সবার উপরে আক্রমণ চালানো হয়। জামা ধরে টানাটানি করা হয়। আমার নিরাপত্তারক্ষীদের আর্মস ধরে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। এবং গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। ওখানে প্রাণঘাতী হামলার সম্মুখীন হয়েছি।'


প্রসঙ্গত, পঞ্চম দফার ভোটের সকাল থেকেই বাংলার ভোটকেন্দ্রগুলিতে অশান্তির অভিযোগ। এদিন টিটাগড়ে ৪ নম্বর জলের ট্যাঙ্কের কাছে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন অর্জুন সিংহ। ছাপ্পা ভোট হচ্ছে খবর পেয়ে এসেছেন বলে দাবি বিজেপি প্রার্থীর। এলাকায় পৌঁছতেই অর্জুনকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। দেখানো হয় কালো পতাকা। অর্জুন সিংহ বুথের দিকে যাওয়ার চেষ্টা করলে বচসা, হাতাহাতিও হয়। 


আরও পড়ুন, বুথের ভিতরে ঘুটঘুটে অন্ধকার ! 'বুঝে ভোট' দিতে অনুরোধ TMC প্রার্থী রচনার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)