Pakistan Cyber Attack : এবার ভারতীয় সেনার ওয়েবসাইটে (Indian Army) হানা দিয়ে তথ্য হাতানোর চেষ্টা করল পাকিস্তান (India Pakistan War)। যদিও হাতেনাতে তা ধরে ফেলে সাইবার টিম (Cyber Attack)। সূত্রের খবর, এই সাইবার হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানের 'IOK হ্যাকার' নামে সংগঠন। তবে কোনও তথ্য ফাঁস হয়নি বলেই খবর।

সাইবার আক্রমণের চেষ্টা করেও ডাহা ফেলপহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঘন্য হামলার পর, পাকিস্তানের ওপর প্রত্যাঘাত চাইছে ভারতবাসী। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তিতে ভারতের সঙ্গে কোনওভাবেই পেরে উঠবে না পাকিস্তান। আর তা জেনেই, এবার কাপুরুষের মতো ভারতের ওপর সাইবার আক্রমণের চেষ্টা করল তারা। তবে সেখানেও ডাহা ফেল। 

সেনাবাহিনীর তথ্য হাতানোর চেষ্টা হাতেনাতে ধরে ফেলল ভারতসূত্রের দাবি, পাকিস্তানের টার্গেট ছিল ন্যাশনাল নেটওয়ার্ক। সেখানে দাঁত ফোটাতে না পেরে, সাধারণের জন্য খোলা জনকল্যাণ ও শিক্ষামূলক ওয়েবসাইটগুলি হ্যাক করার চেষ্টা করা হয়। এই সাইবার হানার নেপথ্যে রয়েছে পাকিস্তানের 'IOK হ্যাকার' নামে সংগঠন। 

মূলত চারটি ঘটনা চিহ্নিত করেছেন তদন্তকারীরাসূত্রের খবর, শ্রীনগর ও রানিখেতের আর্মি পাবলিক স্কুলের ওয়েবসাইট ব্যবহার করে উস্কানিমূলক প্রচার চালাতে চেয়েছিল পাকিস্তান। আর্মি ওয়েলফেয়ার হাউসিং অর্গানাইজেশন ও ভারতীয় বিমান বাহিনীর প্লেসমেন্ট অর্গানাইজেশন পোর্টাল থেকেও তথ্য হাতানোর চেষ্টা করে পাক-হ্যাকার গোষ্ঠী। যদিও ভারত সঙ্গে সঙ্গে এই অপচেষ্টা রুখে দেয়।

সূত্রের খবর, এই সাইবার হানা যে পাকিস্তান থেকেই চালানো হয়েছিল তাও নিশ্চিত করেছে সেনাবাহিনীর সাইবার টিম।ো ভারতের ওয়েবসাইটগুলি হ্য়াক করে পরিষেবা ব্যাহত ও তথ্য হাতানোর ছক কষেছিল হ্যাকাররা। যদিও ভারতের তৎপরতায় কোনও তথ্যই ফাঁস হয়নি বলেই সূত্রের দাবি। পাকিস্তানের এই চেষ্টা যে সফল হয়নি তা, পরিষ্কার করে দিয়েছে মনোহর পারিকর ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। 

India Pakistan War : আপনি যদি আগামী দিনে লুফথানসা, ব্রিটিশ এয়ারওয়েজ, সুইস বা আইটিএ এয়ারওয়েজের মতো ইউরোপীয় বিমান সংস্থাগুলি দ্বারা ভারতে আসার বা এখান থেকে ইউরোপে যাওয়ার পরিকল্পনা করেন, তাহলে এই খবরটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। আসলে, এই প্রধান আন্তর্জাতিক বিমান সংস্থাগুলি তাদের বিমান রুটের ক্ষেত্রে একটি বড় কৌশলগত পরিবর্তন করেছে। এখন তারা পাকিস্তানের উপর দিয়ে উড়ছে না। এর অর্থ হল আপনার বিমান ভ্রমণ দীর্ঘ হতে পারে এবং বিমানের সময় এক ঘণ্টা পর্যন্ত বাড়তে পারে।