কলকাতা: ইরফান খান (Irrfan Khan) পুত্র বাবিল খান (Babil Khan) সদ্য সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছিলেন। সেখানে দেখা গিয়েছিল, তিনি কান্নাকাটি করছেন। কান্নাকাটি করতে করতে তিনি বলিউডের একাধিক পরিচিত নাম বলেছিলেন। সঙ্গে ভুয়ো, রুঢ় এই ধরনের শব্দও ব্যবহার করেছিলেন। এরপরে এই ভিডিও নিয়েই সোশ্যাল মিডিয়ায় তুমুল তরজা। অনেকেই মনে করছেন, অনন্যা পাণ্ডে, সিদ্ধান্ত চতুর্বেদী, অরিজিৎ সিংহ ও একাধিক বলিউডের বড় নামের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি। পরে সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন বাবিল। পরে নিজের প্রোফাইলও সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেন বাবিল। আজ অবশ্য তিনি আবার সোশ্যাল মিডিয়ায় ফিরে এসেছেন 

বাবিলের আজকের পোস্ট

বাবিল আজকে পোস্ট করে লিখেছেন, 'ধন্যবাদ। ভিডিওটি অনেক ভুল বোঝাবুঝির জন্ম দিয়েছে। আমি অনন্যা পাণ্ডে, শানায়া কাপূর, অর্জুন কাপূর, আদর্শ গৌরব, রাঘব জুয়াল এবং অরিজিৎ সিংহকে সমর্থন করছিলাম। এ ব্যাপারে আর কথা বলতে আমি রাজি নই। কিন্তু আমি এটা বলছি, কারণ যাদের আমি প্রশংসা করি, তাদের প্রতি আমার দায়িত্ব আছে।'

বাবিলের ভিডিওর পর রাঘব, সিদ্ধান্ত চতুর্বেদী, আদর্শ গৌরব সমাজ মাধ্যমে পোস্ট করেছেন। এরপরে বাবিল তাদের সকলের পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন। রাঘবের জন্য বাবিল লিখেছেন, 'ভাই আপনি আমার আইকন, আইডল এবং বড় ভাই, যা আমার কখনও ছিল না। সিদ্ধান্ত চতুর্বেদীকে বাবিল ‘আই লাভ ইউ’ বলেছেন। আর আদর্শ গৌরবের পোস্টে বাবিল বলেছেন- 'ধন্যবাদ ভাই। অর্ধেক জীবন ভুল বোঝাবুঝিতে কেটে যায়। কিন্তু সত্যিকারের বন্ধুদের সঙ্গে থাকলে মন ভাল থাকে, এটাই ইচ্ছা।'

এর আগে সোশ্যাল মিডিয়ায় বাবিলের টিমের তরফ থেকে লেখা হয়েছিল, 'বাবিল খানের পরিবার ও টিমের তরফ থেকে এটা জানানো হচ্ছে। বাবিল গত কয়েক বছর ধরে নিজের কাজের জন্য দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পেয়েছেন। সেই সঙ্গে, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার জন্যও প্রশংসা পেয়েছেন। কিন্তু আর সবার মতো, বাবিলের জীবনেও কঠিন দিন আসতে পারে। ধরে নিন, এখন বাবিলের জীবনে তেমনই একটা সময় চলছে। তবে যাঁরা ওর ভাল চান, তাঁদের উদ্দেশে বার্তা,  ও ভাল আছে, সুস্থ আছে। আর আগামীতে আরও ভাল অনুভব করবে ও।'