Operation Sindoor : মাত্র এক সপ্তাহের মধ্যেই বদলে গিয়েছে ভারত-পাকিস্তানের (India Pakistan Tensions) শেয়ার বাজার (Stock Market)। যুদ্ধের পরিস্থিতিতে পড়তে শুরু করেছে দুই দেশের বাজার। ভারতে সেভাবে প্রভাব না পড়লেও ধসে গেছে পাকিস্তানের বাজার (Pakistan Stock Market)। একদিনেই ৮২০ বিলিয়ন ডলার হারিয়েছে পাক স্টক এক্সচেঞ্জ। 

অপারেশন সিঁদুরের পরই এই ধসভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রভাব উভয় দেশের বাজারে দেখা গেছে। এই ভূ-রাজনৈতিক উত্তেজনার সময় ভারত ও পাকিস্তান উভয় দেশের শেয়ার বাজারই ওঠানামা করছে। 'অপারেশন সিঁদুর'-এর আওতায় ভারতীয় সেনাবাহিনী পদক্ষেপ নেওয়ার পর পাকিস্তানের শেয়ার বাজারে বিরাট পতন দেখা গেছে। মাত্র তিন দিনে বাজার মূল্য ১.৩ ট্রিলিয়ন টাকা কমেছে।

একদিনে ৮২০ বিলিয়নের ক্ষতিগত বৃহস্পতিবারও দিনের লেনদেনের সময় কেএসই-১০০ সূচকে বিরাট ওঠানামা দেখা গেছে। ভারতীয় সেনাবাহিনীর বিমান হামলার পর পাকিস্তানের শেয়ার বাজার ৬ শতাংশেরও বেশি পড়ে গেছে। এর ফলে এক ঘন্টার জন্য লেনদেন বন্ধ রাখতে হয়েছে। কেএসই-১০০ সূচকে এখন পর্যন্ত সবচেয়ে খারাপ ইন্ট্রাডে ওঠানামার পর, বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক এতটাই বেড়ে গেছে যে মাত্র এক ট্রেডিং সেশনে বাজার মূলধন ৮২০ বিলিয়ন টাকা কমেছে। এর সাথে সাথে সূচকটিও ৬,৪০০ পয়েন্টেরও বেশি কমে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

তিন দিনে এত ক্ষতি হয়েছেগত তিনটি ট্রেডিং সেশনে পাকিস্তানের শেয়ার বাজারের বাজার মূলধন ১.৩ ট্রিলিয়ন টাকা হারিয়েছে। বৃহস্পতিবারের ট্রেডিং সেশনে কেএসই-১০০ সূচক ১০,০০০ পয়েন্টেরও বেশি ওঠানামা করেছে। দিনের এক পর্যায়ে ১৮৭২ পয়েন্টে উঠেছিল ও তারপরে ৮,৪১০ পয়েন্টে নেমে এসেছে।

ভারতের শেয়ার বাজারও ক্ষতির সম্মুখীন হয়েছেএই উত্তেজনার প্রভাব ভারতীয় শেয়ার বাজারেও দেখা যাচ্ছে। সর্বাত্মক বিক্রির কারণে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা দুই দিনে ৭ লক্ষ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন। এই ক্রমবর্ধমান অনিশ্চয়তার মধ্যে বিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলির বাজার মূলধন ৭,০৯,৭৮৩.৩২ কোটি টাকা কমে ৪,১৬,৪০,৮৫০.৪৬ কোটি টাকা (৪.৮৬ ট্রিলিয়ন মার্কিন ডলার) হয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)