Stock Market Today : ভারতের অপারেশন সিঁদুরের (Operation Sindoor)  আতঙ্ক ভুলতে পারছে না পাকিস্তান। বৃহস্পতিবার করাচি স্টক এক্সচেঞ্জ (karachi Stock Exchange) খুলতেই বিক্রির ধুম পড়ে যায়। যার ফলে অল্প সময়েই বিপুল ধস নামে পাক বাজারে (Pakistan Stock Exchange)। যদিও ভারত-পাক যুদ্ধের মধ্যে মাথা উচিয়ে দাঁড়িয়ে রইল ভারতের শেয়ার বাজার (Indian Stock Market)। 

বন্ধ করে দিতে হল পাকিস্তানের শেয়ার বাজারভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির ফলে পাকিস্তানের শেয়ার বাজার ৮ মে বৃহস্পতিবার বিপুল বিক্রির সম্মুখীন হয়েছে। যার ফলে এর বেঞ্চমার্ক কেএসই-১০০ ৬% এরও বেশি ধসে গেছে। বেগতিক দেখে লেনদেন বন্ধ করতে হয়েছে পাকিস্তানকে। রয়টার্সের রিপোর্টে প্রকাশিত হয়েছে এই খবর।

এই নিয়ে টানা চারদিন ধসআজ নিয়ে পাকিস্তানের শেয়ার বাজারে টানা চতুর্থ দিন লোকসানের মুখ দেখল। আগের ট্রেডিং সেশনেও পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ভারত সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে। এরপর থেকেই পাকিস্তানের শেয়ার বাজারে মন্দা দেখা দিয়েছে। এপ্রিলের শেষের দিকে পহেলগাঁওয়ে ভারতীয় নাগরিকদের উপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারতের প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়।

বুধে ৬ শতাংশের বেশি পতনবুধবার পাকিস্তানের শেয়ার বাজার ৬.২% পর্যন্ত ধসে যায়। তবে কিছু ক্ষতি পুষিয়ে শেষে ৩.১৩% কমে ক্লোজিং দেয় মার্কেট। বর্তমানে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এমন এক সময়ে এসেছে, যখন পাকিস্তানের ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতি দুর্বল হয়েছে। মানি কন্ট্রোলের এক প্রতিবেদন অনুসারে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তহবিল সুবিধার মেয়াদ বাড়ানোর সম্ভাব্য সিদ্ধান্তের দিকে তাকিয়ে পাকিস্তান। এই দিকে তাকিয়ে রয়েছেন বিনিয়োগকারীরা, যা আগামীকাল জানা যাবে।

করাচি স্টক এক্সচেঞ্জ পড়েছে ১৩ শতাংশ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পর থেকে ভারতের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় পাকিস্তানের কেএসই-১০০ সূচক ১৩% হ্রাস পেয়েছে। এদিকে, কেএসই ৩০-সূচকেরও একই পরিমাণ পতন হয়েছে।

ভারতীয় শেয়ার বাজারে অস্থিরতা নেইএই যুদ্ধের পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের পর দ্বিতীয় দিনও ভারতীয় স্টক এক্সচেঞ্জ স্থিতিশীলতা দেখিয়েছে। মূলত, স্টেবল ট্রানজ্যাকশন হয়েছে ভারতের বাজারে। তবে, এদিন বাজার একটি নির্দিষ্ট রে়ঞ্জের মধ্যে ঘুরে বেরিয়েছে। বিশ্লেষকরা মূলত ভারতীয় শেয়ার বাজারে স্থিতিশীলতাকে অপারেশন সিঁদুরের ফল হিসাবে দেখা হচ্ছে।

ঐতিহাসিক তথ্য বলছে, ভারতীয় শেয়ার বাজার সাধারণত গুরুতর ভূ-রাজনৈতিক ঘটনার পর স্থিতিস্থাপকতা দেখিয়েছে। ২০০১ সালে সংসদ হামলা ছাড়া, অন্যান্য সব ঘটনা মধ্যম থেকে দীর্ঘমেয়াদে ইতিবাচক বাজারের দিকে পরিচালিত হয়েছে।