PIB Fact Check: একের পর এক ভুয়ো তথ্য ছড়িয়ে চলেছে পাকিস্তান। অপারেশন সিঁদুরের (Operation Sindoor) পর থেকে পাকিস্তানি সংবাদমাধ্যম, সমাজমাধ্যমে পরপর নানা বিষয়ে ভুয়ো তথ্য প্রচারিত হতে থাকছে যেন মনে হচ্ছে এই অতর্কিত হামলার সময়ে পাকিস্তানি সেনাও (Fact Check) যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনাকে। অপারেশন সিঁদুর-এ ভারতীয় সেনারা পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে।
ভারতের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা এবং ভারতের সশস্ত্র বাহিনীর মনোবল ভেঙে দেওয়ার লক্ষ্যে বহু পাকিস্তানি সমাজমাধ্যম ভুল তথ্য প্রচার করে চলেছে, আর এই ভুয়ো তথ্য প্রচার রোধ করতে তৎপর হয়ে উঠেছে ভারত। সম্প্রতি পাকিস্তানি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে বেশ কিছু ছবি যেখানে দেখা যাচ্ছে যে ভারতের বায়ুসেনার একটি হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং এই ছবি ঘিরে দাবি করা হচ্ছে যে এই অপারেশন সিঁদুর চলাকালীনই পাকিস্তান এই হেলিকপ্টার ধ্বংস করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে ফ্যাক্ট চেক ডেস্ক জানিয়েছে এই ছবি ও ভিডিয়োগুলি আদপে পুরনো। জম্মু কাশ্মীরের বুড়গমের কাছে Mi-17 V5 হেলিকপ্টার ভেঙে পড়েছিল বেশ কয়েক বছর আগে। নিয়মমাফিক অভিযানে গিয়েছিল এই হেলিকপ্টারটি। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি বুড়গমের কাছে এই হেলিকপ্টারটি ভেঙে পড়ে। যারা এই হেলিকপ্টারে ছিলেন সেই সময়য়, গুরুতরভাবে আহত হয়েছিলেন বলে জানা গিয়েছে।
এর পাশাপাশি প্রো-পাকিস্তানি সমাজমাধ্যমে দাবি করা হচ্ছে যে পাকিস্তান একটি ভারতীয় ড্রোনও আটক করেছে। প্রেস ইনফরমেশন ব্যুরো ফ্যাক্ট চেক জানিয়েছে যে পাকিস্তান-ভিত্তিক সমাজমাধ্যম হ্যান্ডলগুলি একটি পুরনো ছবি শেয়ার করেছে যেখানে দাবি করা হচ্ছে পাকিস্তানের গুজরানওয়ালায় পড়ে থাকা একটি ইউএভিকে আটক করেছে পাকিস্তানি সেনারা।
প্রেস ইনফরমেশন ব্যুরো তাদের এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছে যে অপারেশন সিঁদুর সম্পর্কে জানানো হচ্ছে একটি ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়েছে এবং পাকিস্তানিরা ধ্বংস করেছে। সমস্ত পাকিস্তানি সমাজমাধ্যম অ্যাকাউন্টে পুরনো ভিডিয়ো পোস্ট করা হচ্ছে, এই ভিডিয়োগুলিকে সাম্প্রতিক বলে দাবি করা হচ্ছে।
এর আগেও ভুয়ো তথ্য ছড়িয়েছিল পাকিস্তানি সংবাদমাধ্যম যে অপারেশন সিঁদুরের পরে ভারতের ১৫টি জায়গায় পাল্টা আঘাত হেনেছিল পাকিস্তানি সেনা। তবে প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে জানানো হয় যে এই তথ্য সম্পূর্ণ মিথ্যে। পাকিস্তানিরা দাবি করছিল যে শ্রীনগরের বিমানবন্দরের কাছে ভারতীয় সেনার ব্রিগেডের হেডকোয়ার্টার ধ্বংস করেছে তারা, এই তথ্যও সম্পূর্ণ মিথ্যে।