Continues below advertisement

Digital Fraud : দেশে বেড়েই চলেছে ডিজিটাল জালিয়াতির (Digital Fraud) ঘটনা। বর্তমানে অজানা ব্যক্তিরা আপনার প্যান কার্ডের (Pan Card) বিবরণ দিয়ে নিচ্ছে ঋণ। যার ফলে বড় ক্ষতি হতে পারে আপনার। এতে পরবর্তীকালে আপনার ঋণ নেওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে, খারাপ হতে পারে ক্রেডিট রেটিং। 

কীভাবে বুঝবেন আপনার প্যান কার্ড ঋণ নিতে ব্যবহার করা হচ্ছেক্রেডিট রিপোর্ট পরীক্ষা করুনআপনার প্যানের মাধ্যমে কোনও ঋণ নেওয়া হয়েছে কিনা তা পরীক্ষা করার প্রথম পদক্ষেপ হল, আপনার ক্রেডিট রিপোর্ট দেখা। CIBIL, Experian এবং Equifax এর মতো ক্রেডিট ব্যুরো বিস্তারিত ক্রেডিট রিপোর্ট দিয়ে থাকে। যা সব সক্রিয় ও অতীতের ক্রেডিট নেওয়ার বিষয়গুলি আপনাকে দেখিয়ে দেবে।

Continues below advertisement

খোঁজ করুন রেকর্ডআপনার নামে কোনও ঋণ না থাকলে, এর অর্থ এই নয় যে আপনার প্যান কার্ডের বিবরণ অপব্যবহার করা হয়নি। আপনার অ্যাকাউন্ট নিয়ে কতগুলি এনকোয়েরি করা হয়েছে, তার সংখ্যা পরীক্ষা করুন। যদি আপনি কিছু সন্দেহজনক তথ্য দেখতে পান, তাহলে ক্রেডিট ব্যুরোতে রিপোর্ট করুন। 

আপনি যদি এর শিকার হন তাহলে কী করবেন ?

যদি কোনও প্রতারক আপনার নামে ঋণ নিয়ে থাকে, তাহলে নিম্নলিখিত পদক্ষেপগুলি গ্রহণ করুন:

১ ব্যাঙ্ক ম্যানেজারের কাছে একটি বিস্তারিত অভিযোগ লিখে অ্যাকনলেজমেন্ট লেটার নিন। 

২ ব্যাঙ্কের কাছে অভিযোগ নথিভুক্ত করুন।

৩ পুলিশ স্টেশনে যান ও একটি এফআইআর নথিভুক্ত করুন।

৪ জালিয়াতির বিবরণ, ব্যাঙ্ক, পুলিশে অভিযোগ জমা দিন ও আরবিআই ন্যায়পালকে একটি ইমেল পাঠান।

প্যানের অপব্যবহার কীভাবে এড়ানো যায় ?বেশিরভাগ ব্যবসায়িক লেনদেনের সময় আধার কার্ডের বিবরণ এবং প্যান কার্ড নম্বর প্রয়োজন হলে ব্যবহারকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অনিরাপদ সাইট, হোয়াটসঅ্যাপ ফরোয়ার্ড ও সন্দেহজনক খুচরা বিক্রেতাদের কাছে আপনার প্যান কার্ড সম্পর্কে তথ্য সরবরাহ করবেন না।

আপনার প্যান কার্ডটি যদি ভুল জায়গায় থাকে, তাহলে একটি ডুপ্লিকেটের জন্য আবেদন করুন ও আগামী কয়েক মাসের মধ্যে আপনার ক্রেডিট রিপোর্ট পর্যালোচনা করুন। আর্থিক অ্যাকাউন্টগুলির জন্য শক্তিশালী পাসওয়ার্ড বজায় রাখুন ও আপনার প্যানের সঙ্গে যুক্ত ঋণ বা ক্রেডিট আবেদনের জন্য এসএমএস/ইমেল বিজ্ঞপ্তি এনাবল করুন।

বর্তমানে ভারতে ডিজিটাল জালিয়াতির সংখ্যা বাড়ছে। তাই অনেক ধরনের ব্যবস্থা গ্রহণ করছে সরকার। মূলত দেশবাসীকে সচেতন করতেই নেওয়া হচ্ছে এই ব্যবস্থা।