PAN Card Lost: ভারতের নাগরিক হিসেবে আর্থিক লেনদেনের সমস্ত প্রমাণ হিসেবে প্যান কার্ড একটি বাধ্যতামূলক নথি হিসেবে মানা হয়। বিভিন্ন অফিসিয়াল এবং আর্থিক কাজের জন্য গুরুত্বপূর্ণ নথি হিসেবে দেখা হয় প্যান কার্ডকে (PAN Card)। আধার এবং প্যান কার্ড ছাড়া ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলাই যায় না। আবার এখন আয়কর জমা দেওয়ার দিন ঘনিয়ে এসেছে সামনেই, আয়কর জমার ক্ষেত্রেও প্যান কার্ড বাধ্যতামূলক। প্যান কার্ড নিষ্ক্রিয় থাকলেও আয়কর জমা করা যায়, কিন্তু প্যান কার্ড (PAN Card Apply) না থাকলে তা সম্ভব নয়। তবে এই প্যান কার্ড যদি হারিয়ে যায়, তাহলে কী নতুন কার্ড পাওয়া যায় ? কীভাবে তাঁর জন্য আবেদন করতে হয় ?


খুব সহজেই আপনি চাইলে ডুপ্লিকেট প্যান কার্ড পেয়ে যাবেন। কিছু পদ্ধতি অবলম্বন করে তাঁর জন্য আবেদন করতে হয়। এতে আপনার কাজেও খুব একটা ব্যাঘাত ঘটবে না। অনলাইনে ঘরে বসেই এই কার্ডের আবেদন করতে পারবেন আপনি। দেখে নিন কীভাবে এই আবেদন করবেন।



  • প্রথমেই আপনাকে যেতে হবে প্যান ইস্যুকারী সংস্থা NSDL-এর অফিসিয়াল ওয়েবসাইটে। onlineservices.nsdl.com ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনের জায়গায় Reprint of PAN Card বেছে নিতে হবে।

  • তারপর আপনার অরিজিনাল প্যান নম্বর বসাতে হবে, আধার নম্বর, জন্মতারিখ বসাতে হবে। কনসেন্ট বক্সে টিক দিতে হবে এরপরে।

  • এরপরে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে। মেসেজে বা ই-মেলে এর মাধ্যমে ওটিপি আসবে আপনার কাছে।

  • তবে এখানে আপনার ওটিপি কোথায় আসবে তা আপনাকে বেছে নিতে হবে। মোবাইল নম্বর এক্ষেত্রে প্যান কার্ডের সঙ্গে লিঙ্কড থাকতে হবে।

  • তারপর ওটিপি এলে সেই নম্বর বসিয়ে Proceed বাটনে ক্লিক করতে হবে।

  • তারপর প্যান কার্ডের জন্য আবেদনের ফি অনলাইনে জমা করতে হবে। ফি জমা হয়ে গেলে সেই প্যান কার্ড আপনি চাইলেই ডাউনলোড করে নিতে পারবেন।


মনে রাখতে হবে আপনার বর্তমান প্যান কার্ডে উল্লিখিত তথ্যই থাকবে ডুপ্লিকেট প্যান কার্ডে। নতুন করে কোনও তথ্য আপডেট করা যাবে না। অনলাইনে প্যান কার্ড সঙ্গে সঙ্গে ডাউনলোড করা গেলেও হার্ডকপি রেজিস্টার্ড ঠিকানায় ১৫-২০ দিনের মধ্যে এসে যাবে।


আরও পড়ুন: Budget 2024: এক মাসেই বিপুল মূল্যবৃদ্ধি ! বাজেটের পর কি সস্তা হবে সোনা ?