PAN Card Rules: ভারতের প্রতিটি করদাতাকে আয়কর বিভাগ কর্তৃক একটি পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর বা প্যান নম্বর (PAN Card) সম্বলিত কার্ড দেওয়া হয়েছে। এই প্যান কার্ড মূলত কর জমা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা সহ সমস্ত আর্থিক লেনদেনে বা আর্থিক পরিষেবা নেওয়ার ক্ষেত্রে কাজে লাগে। আবশ্যকীয় নথির মধ্যে পড়ে এই প্যান কার্ড। তবে এমন কিছু ঘটনা রয়েছে যেখানে একজন করদাতা নাগরিক একাধিক প্যান নিয়ে রাখেন, যা কর জমার (Duplicate PAN Card) ক্ষেত্রে জটিলতা তৈরি করতে পারে। এমনকী আপনার জরিমানাও হতে পারে।
একাধিক প্যান কার্ড থাকলে নানাবিধ আইনি জটিলতা এবং জরিমানার মধ্যে পড়তে পারেন আপনি। একাধিক প্যান কার্ড রাখা আইনবিরুদ্ধ। প্রত্যেক ব্যক্তির জন্য কেবলমাত্র একটিই প্যান কার্ড ধার্য করা হয় সরকারের তরফে। আর এই নিয়ম লঙ্ঘন করলে আইনি সমস্যাও হতে পারে। ভিএসআরকে ক্যাপিটাল সংস্থার ডিরেক্টর স্বপ্নিল আগরওয়াল জানিয়েছেন যে একাধিক প্যান কার্ড রাখা অবৈধ, বেআইনি কাজ এবং এর জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনার। আর এই এই জরিমানা এড়াতে হলে অতিরিক্ত প্যান কার্ড আয়কর বিভাগের কাছে জমা করে দেওয়া জরুরি।
বিভিন্ন কারণে একজন ব্যক্তির অনিচ্ছাকৃতভাবেই একাধিক প্যান কার্ড থাকতে পারে। এর মধ্যে রয়েছে আবেদনের ভুল, আসল প্যান কার্ড হারিয়ে ফেলার পরে বা ভুলে যাওয়ার পরে পুনরায় প্যান কার্ডের আবেদন করা। ঠিকানা, নাম বা অন্যান্য তথ্যের পরিবর্তনের ফলে পুনরায় প্যান কার্ড আবেদন করা যেতে পারে। এর ফলেই ডুপ্লিকেট প্যান কার্ড তৈরি হতে পারে। ব্যতিক্রমী ক্ষেত্রে মধ্যস্থতাকারীদের ডেটা এন্ট্রির সময় ত্রুটির ফলে একজনের একাধিক প্যান কার্ড থাকতে পারে। এক্ষেত্রে কর জমা করার সময় প্রবল জটিলতা তৈরি হয় কারণ বিভিন্ন লেনদেন বিভিন্ন প্যান কার্ডের অধীনে হয়। এতে কর গণনায় ভুল হয় এবং পরে তা আপনাকে আইনি সমস্যায় ফেলতে পারে।
তাছাড়া ভুল প্যান কার্ড ব্যবহার করা হলে রিফান্ড পেতেও অনেক সমস্যা হবে। ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি একাধিক প্যান কার্ডকে সন্দেহজনক বলে দাবি করতে পারে। এর ফলে ঋণ অনুমোদন এবং বিনিয়োগকে প্রভাবিত করতে পারে।
ডুপ্লিকেট প্যান কার্ড থাকলে কীভাবে জমা করবেন
একাধিক প্যান কার্ড থাকলে অতিরিক্ত কার্ডগুলি সারেন্ডার করার জন্য আপনাকে ফর্ম ৪৯এ পূরণ করতে হবে। আর এই ফর্মে ডুপ্লিকেট প্যান কার্ড সারেন্ডার করার বিকল্প বেছে নিতে হবে। কোন প্যান রাখতে চান আর কোন প্যান সারেন্ডার করতে চান তা উল্লেখ করতে হবে। অনলাইনে NSDL বা UTIITSL –এর ওয়েবসাইটে গিয়ে বা কোনও নিকটবর্তী প্যান সার্ভিস সেন্টারে গিয়ে এই ফর্ম পূরণ করে সংশ্লিষ্ট নথি সহ জমা দিতে পারেন আপনি।