Aadhaar PAN Link: আধারের (Aadhaar Card)  মতো প্যান কার্ডও (PAN Card) এখন দেশবাসীর কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। দশ-সংখ্যার এই নম্বর দিয়ে থাকে আয়কর বিভাগ (Income Tax)। পরিচয়ের প্রমাণের পাশাপাশি বিভিন্ন আর্থিক কার্যকলাপ যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা (Bank Account), ঋণের আবেদন (Loan) , আয়কর রিটার্ন (ITR) জমার কাজে লাগে এই কার্ড। এমনকী যেকোনও ধরনের বিনিয়োগে (Investment) প্যান কার্ড লাগবেই। 


PAN Card : এখন কোন-কোন কাজে প্যান কার্ড লাগে ?
মনে রাখবেন, প্যান নম্বর প্রতিটি কার্ডধারীর জন্য অনন্য এবং সব আর্থিক লেনদেনের জন্য একটি যাচাই নম্বর হিসাবে ব্যবহৃত হয়। ভারতে করযোগ্য আয় এবং রিয়েল এস্টেট এবং মিউচুয়াল ফান্ডে লেনদেনের মতো কিছু আর্থিক লেনদেন করার ক্ষেত্রে প্যান কার্ড অপরিহার্য নথি। সেই ক্ষেত্রে দুটি প্যান কার্ড থাকলে বড় জরিমানা ! কী নিয়ম করেছে কর্তৃপক্ষ ? 


দুটি প্যান কার্ড থাকলে কী জরিমানা ?
আপনার কাছে যদি দুটি প্যান কার্ড থাকে তাহলে কি বড় জরিমানা হতে পারে ? সেই ক্ষেত্রে কী বলছে আয়কর কর্তৃপক্ষ। আয়কর বিভাগের নিয়ম বলছে, ব্যক্তিদের একাধিক প্যান কার্ড রাখা নিষিদ্ধ। প্রতিটি ব্যক্তি তাঁর নামের শুধু একটি প্যান কার্ড রাখতে পারেন। এই কার্ড অন্য কারও নামে ট্রান্সফারও করা যাবে না। একাধিক প্যান কার্ড থাকলে জরিমানা হতে পারে। 


PAN Card: একের বেশি প্যান কার্ড থাকলে কী সাজা
যদি একজন ব্যক্তির একাধিক প্যান কার্ড পাওয়া যায়, তাহলে আইটি বিভাগ তাদের বিরুদ্ধে আয়কর আইন, 1961 এর ধারা 272B এর অধীনে প্রক্রিয়া শুরু করতে পারে। এই ধারা অনুযায়ী টাকা জরিমানা হবে ওই ব্যক্তির। একাধিক প্যান কার্ড থাকার জন্য ব্যক্তির উপর 10,000 টাকা জরিমানা করতে পারে কর্তৃপক্ষ।


Aadhaar PAN Link: আধারের সঙ্গে প্যান লিঙ্ক
ফিন্যান্স অ্যাক্ট 2017 ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961-এ একটি নতুন ধারা 139AA যোগ করা হয়েছে। যেখানে আধার পাওয়ার যোগ্য প্রত্যেক ব্যক্তিকে PAN-এর জন্য আবেদন করার সময় বা 1 জুলাই থেকে আয়ের রিটার্ন দেওয়ার সময় তার আধার নম্বর উদ্ধৃত করতে হবে। 2017 আইনের ধারা অনুযায়ী এই কাজ করা বাধ্যতামূলক।


আরও পড়ুন : Bank Holiday: আগামী সপ্তাহে ইদ-ই-মিলাদ, গণেশ বিসর্জনের জন্য কি ব্যাঙ্ক বন্ধ? কতদিন থাকবে ছুটি