ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: বীরভূমে ভারী বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। ঝড়ের দাপটে জেরে বিপত্তি। আজ সকালে আমোদপুর ও কোপাই স্টেশনের মাঝে ওভারহেডের তারে গাছ পড়ে আগুন লেগে যায়। ব্যাহত রেল পরিষেবা।                                           


ব্যাহত ট্রেন চলাচল: গত দুদিন ধরে প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গজুড়ে। সঙ্গে হাওয়ার দাপট। সেই তালিকায় রয়েছে বীরভূম জেলাও। এবার ওভারহেডের তারে গাছে ভেঙে পড়ল। তাতে দীর্ঘক্ষণ বন্ধ রেল পরিষেবা। আমোদপুর স্টেশনে আটকে পড়ে ইন্টারসিটি এক্সপ্রেস। অন্যান্য স্টেশনেও বেশ কিছু ট্রেন দাঁড়িয়ে পড়ে। প্রায় আধঘণ্টা বর্ধমান-সাহেবগঞ্জ লুপ লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। দ্রুত গাছ সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হচ্ছে।


বৃষ্টিতে বিপর্যস্ত বীরভূম জেলা: অন্যদিকে, সকালে জলের তোড়ে ভেঙে যায় সাঁইথিয়ার কাছে ময়ূরাক্ষী নদীর ওপর কজওয়ে। সাঁইথিয়া-তারাপীঠ ও সাঁইথিয়া-বহরমপুর সড়কপথে যান চলাচল বন্ধ। পাশাপাশি ঝড়ের দাপটে শান্তিনিকেতনেও ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে একাধিক গাছ। শান্তিনিকেতনের শ্যামবাটিতে সেচ দফতরের অফিস চত্বরে একটি গাছ উপড়ে রাস্তায় গিয়ে পড়ে। কেউ আহত না হলেও যান চলাচল ব্যাহত হয়।                                


এদিকে গতকাল রাত থেকে একাধিক ট্রেন বাতিল করা হয় পূর্ব রেলের শিয়ালদা শাখা। বিরাটি ও মধ্যমগ্রাম স্টেশনের মাঝে ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য এঁই সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল অর্থাৎ শনিবার রাত থেকে আজ সকালের মধ্যে বাতিল করা হয় ৩৮ টি লোকাল ট্রেন। শনিবার রাত সাড়ে দশটা থেকে রবিবার সকাল সাড়ে দশটা পর্যন্ত ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ চলে। শনিবার রাতে বনগাঁ শাখার ৬ টি ট্রেন ও রবিবার সকালে ৩২ টি ট্রেন বাতিল করা হয়েছিল। বেশ কিছু ট্রেন চলেছে স্বল্প দূরত্বে। পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখাতেও ট্রেন বাতিল করা হয়। তবে তা ছিল উত্তর শাখার তুলনায় কম। সকাল সাড়ে ১০ টার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানিয়েছিল পূর্ব রেল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Weather Update: একনাগাড়ে ভারী বৃষ্টি, নদী বাঁধে ধস, উপকূলবর্তী জেলায় বিপুল ক্ষতি