New HR Rules: ছুটির দিনে কর্মীদের ডাকলে বা কাজের কথা বললে দিতে হবে ১ লাখ টাকা জরিমানা। সম্প্রতি এই 'ব্যতিক্রমী'নির্দেশিকা জারি করেছে ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম ড্রিম 11 । স্বাভাবিকভাবেই কোম্পানির এই নতুন নিয়মে খুশি কর্মীমহল।


Dream11 : ছুটিতে 'বিরক্ত' করবেন না
সরকারি প্রতিষ্ঠানে এই ধরনের সমস্যা না দেখা দিলেও বেসরকারি প্রতিষ্ঠানে এই ধরনের পরিস্থিতি আখচার ঘটে। প্রায়শই ছুটির দিনে কোম্পানির এই ডাকাডাকিতেই বিরক্ত হন কর্মচারীরা। সেই ক্ষেত্রে পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েও সমস্যার সম্মুখীন হন কর্মীরা।  কর্মচারীদের এই হয়রানি থেকে মুক্তি দিতে নতুন নিয়ম চালু করেছে Dream11 । কোম্পানি জানিয়েছে, এবার থেকে ছুটির দিনে অফিসের কাজে ড্রিম 11-এর কর্মীদের ডাকতে পারবেন না।


Leave Policy: ছুটির দিনে 'ডিস্টার্ব'করলে লাখ টাকা জরিমানা 
মিডিয়া রিপোর্ট বলছে,ড্রিম 11 আনপ্লাগড পলিসি নামে একটি নতুন নীতি বাস্তবায়ন করেছে। এই নীতি অনুসারে, যদি কোনও কর্মী ছুটির দিনে কোম্পানির সহ-কর্মচারীদের জন্য বিরক্ত হন, তবে হয়রানিকারীকে ১২০০ ডলার অর্থাৎ প্রায় ১ লাখ টাকা জরিমানা দিতে হবে। পাশাপাশি কোম্পানির সব কর্মচারীকে বছরে ৭ দিন বাধ্যতামূলক ছুটি নিতে হবে। এই নিয়ম সব কর্মচারীদের জন্য বাধ্যতামূলক। কোম্পানির দাবি, এই ছুটির নীতি অনুসারে কর্মচারীরা 'রিফ্রেশ' হওয়ার সুযোগ পাবেন।


New HR Rules: নতুন নিয়ম নিয়ে কী বলছে কোম্পানি ?
Dream11-এর সহ-প্রতিষ্ঠাতা ভবিত শেঠ ও হর্ষ জৈন জানিয়েছেন, সংস্থা কর্মীদের গোপনীয়তার কথা মাথায় রেখে এই নতুন নিয়ম করেছে। একটি লক্ষ্যকে সামনে রেখে এই কাজ করেছে ড্রিম ১১। মূলত, কোনও একজনের ওপর যেন কোম্পানি নির্ভরশীল না হয়, সেই কারণেই এই উদ্যোগ। 


Leave Policy: সিদ্ধান্ত নিয়ে কী বলছে কর্মচারীরা ?
ড্রিম 11-এর নতুন আনপ্লাগ পলিসি নিয়ে বেজায় খুশি কর্মীরা। কর্মচারীদের মতে,৭ দিনের বাধ্যতামূলক ছুটি তাদের মনকে সতেজ করবে।  নতুন প্রাণশক্তি নিয়ে কোম্পানির জন্য কাজ করতে সক্ষম হবেন তাঁরা। পাশাপাশি ছুটির দিনে কোনও রকম চাপ ছাড়াই পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারবেন ড্রিম ১১-এর কর্মচারীরা। সেই ক্ষেত্রে তাদের কেউ বিরক্ত করতে পারবেন না।


আরও পড়ুন : Money Transfer: ভুল অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন ! জেনে নিন, কীভাবে পাবেন ফেরত